সততার সঙ্গে দায়িত্ব পালন করুন : প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুপ্রিম কোর্টের বেঞ্চ কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, ‘আপনারা সততা, নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করুন।
সুপ্রিম কোর্টের সার্কুলার, আদেশ ও নির্দেশ অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।’
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কর্মরত বেঞ্চ কর্মকর্তা, সহকারী বেঞ্চ কর্মকর্তা, বেঞ্চ রিডার ও কোর্ট অ্যাসোসিয়েটদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে গণমাধ্যমের প্রবেশাধিকার ছিল না। পরে রাতে দিলজার হোসেন স্বাক্ষরিত সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান বিচারপতির বক্তব্য তুলে ধরা হয়।
প্রধান বিচারপতি বলেন, আপনারা আদালতের অবিচ্ছেদ্য অংশ। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বেঞ্চ কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘দৈনন্দিন কার্যতালিকায় মামলার ক্রম আদালতের নির্দেশ ব্যতীত পরিবর্তন করবেন না। আদালতের আদেশ ও রায় নিষ্পত্তির ক্রম অনুসারে অনতিবিলম্বে টাইপ করে বিচারপতিদের স্বাক্ষর গ্রহণের পর তা সংশ্লিষ্ট শাখায় পাঠাবেন। আগাম জামিন প্রদান সংক্রান্ত নথি আদালতের স্বাক্ষরের পর বিলম্ব না করে সংশ্লিষ্ট শাখায় পাঠাতে হবে। মোশন মামলার ক্ষেত্রে এফিডেভিট নম্বরের ক্রম ছাড়া দৈনন্দিন কার্যতালিকায় অন্তর্ভুক্ত না করা এবং এসব মামলার নোটিশে উল্লিখিত বেঞ্চ ব্যতিত অন্য কোনো বেঞ্চ কর্তৃক গ্রহণ করা থেকে আপনাদের বিরত থাকতে হবে।’
সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার বেগম হোসনে আরা আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেন, হাইকোর্টের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন