সন্তানের মাধ্যমে স্বীকৃতি পেলেন মা
দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক, সেই থেকে মেলামেশা। আর তাতেই মেয়ের গর্ভে জন্ম নেয় শিশু। এ নিয়ে সমাজে দুই পরিবারেরই মুখ দেখানো দায় হয়ে দাঁড়িয়েছে।
বিষয়টি নিষ্পত্তি করতে দুই পরিবারের মাঝে দেনদরবার হলেও সমাঝোতা হয়নি। অনেক প্রতিকুলতার মধ্যে দিয়ে অবশেষে দুনিয়ার আলো দেখেছে শিশুটি। তাতেই ফুটেছে মিলনের ফুল।
সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সন্তান প্রসব করেন ওই নারী। পরে সন্তান ফেলে পালিয়ে যাওয়ারও চেষ্টা করেন তিনি। কিন্তু ধরা পড়েন পুলিশের হাতে। পুলিশের মধ্যস্থতায় শেষ পর্যন্ত সন্তানের পিতৃ পরিচয় পেয়েছেন তিনি। মঙ্গলবার স্থানীয় কাজী অফিসে বিয়ে হয়েছে তাদের। এরপর সন্তান নিয়ে ছেড়েছেন হাসপাতাল।
রামেক হাসপাতাল সূত্র জানায়, সোমবার রাতে নগরীর রাজপাড়া থানার রায়পাড়া এলাকার সন্তানসম্ভবা নারী হাসপাতালের ২২ নং ওয়ার্ডে ভর্তি হন। ওই দিনই রাত ১০টার দিকে সন্তান প্রসব করেন তিনি। চেষ্টা করেন সন্তান ফেলে পালিয়ে যাওয়ার।
ওই মা প্রথমে বলেন, নগরীর বালিয়া এলাকার এক ব্যক্তির সঙ্গে তিনি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। ওই সন্তান ওই প্রেমিকেরই। কিন্তু সন্তানের স্বীকৃতি দিতে রাজি হননি ওই প্রেমিক। ফলে বাধ্য হয়ে বুকের মানিককে ফেলে পালিয়ে যাবার চেষ্টা করেন তিনি। তার প্রেমিক বিবাহিত এবং এক সন্তানের বাবা।
খবর পেয়ে নব দিগন্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা হাসপাতালে যান। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দেন দরবার চালান তিনি। পরে সফলও হন।
৫০ হাজার টাকা দেনমোহরে মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীর একটি কাজি অফিসে গিয়ে কথিত প্রেমিকের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। এ ঘটনায় রাজশাহী মহানগর পুলিশও সর্বাত্মক সহায়তা দিয়েছে।
বিয়ের পর ওই নারীর মা (৫০) জানান, তার মেয়ে রাজশাহী কলেজ থেকে ডিগ্রি পাস করে আর মাস্টার্সে ভর্তি হননি। এখন তিনি একটি কিন্ডার গার্ডেনে শিক্ষকতা করেন। দুই বছর আগে তাদের বাড়ির সামনের এক লেদ মালিকের (২৮) সঙ্গে তার মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই লেদ মালিকের বাড়ি পবা উপজেলার বালিয়া এলাকায়। প্রেমের ফাঁদে ফেলে ওই যুবক তার মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু বিষয়টি কারও কাছে কোনোদিন প্রকাশ করেননি তার মেয়ে। এমনকি গর্ভধারণের পরও না। অবশেষে সন্তানের জন্ম হয়। তাদেরও মিলন হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন