সন্তান হত্যার দায়ে মা ও সৎ বাবার মৃত্যুদণ্ড
শিশুপুত্র হত্যার দায়ে মা ও সৎ বাবার ফাঁসি রায় দিয়েছেন আদালত।
সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সৎ বাবা জেলহাজতে থাকলেও মা জামিন নিয়ে পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার ছড়ান হিন্দুপাড়ার আদুরি রানী প্রথম স্বামী বিকাশকে ছেড়ে একই এলাকার বিপিন চন্দ্রকে বিয়ে করেন। এরপর ২০১৪ সালের ১১ এপ্রিল মা আদুরি রানী ও সৎ বাবা বিপিন চন্দ্র আদুরির চার বছরের ছেলে আনন্দ ওরফে বিশাল চন্দ্রকে হত্যা করে আগের স্বামী বিকাশের ঘরে পুতে রাখে। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে আদুরি রানী ও সৎ বাবা বিপিনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশের কাছে তারা দুজন হত্যার কথা স্বীকার করেন।
এ ঘটনায় মিঠাপুকুর থানার এসআই মুসলিম উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আদুরি রানী ও বিপিন চন্দ্রকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, ফারুক মো. রেয়াজুল করিম এবং আসামিপক্ষে অ্যাড. রেজাউল করিম হায়দার খোকন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন