সন্ত্রাসী হামলা নিয়ে মাশরাফি যে যুক্তিযুক্ত অভিমত প্রকাশ করলেন !
শনিবার রাতে লন্ডন ব্রিজ এলাকায় সন্ত্রসী হামলায় ৬ জন নিহত হয়েছে। এই হামলায় চ্যাম্পিয়নস ট্রফির খেলা কাভার করতে ও দেখতে যাওয়া বিভিন্ন দেশের সাংবাদিক ও দর্শকরা শঙ্কিত। কিন্তু এই হামলা নিয়ে শঙ্কিত নন বাংলাদেশের দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আয়োজক ইংল্যান্ড ও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির উপর পূর্ণ আস্থা রাখছেন মাশরাফি।
অস্ট্রেলিয়ান এক সংবাদিক ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি প্রশ্ন করেন- মাশরাফি গতরাতে সন্ত্রাসী হামলার সময় আপনারা কোথায় ছিলেন এবং এখন কতটুকু নিরাপদবোধ করছেন? এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আমরা হোটেলেই ছিলাম। দেখুন এটা (সন্ত্রাসী হামলা) সারা বিশ্বেই ঘটছে। আইসিসি এবং আয়োজকদের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। এটা নিয়ে আমাদের ভাবার কিছু নেই।’
এরপর বাংলাদেশের সাংবাদিকরাও বিষয়টি নিয়ে প্রশ্ন করেন মাশরাফিকে। বাংলাদেশের এক সাংবাদিক মাশরাফিকে এ বিষয়ে প্রশ্ন করতে গিয়ে বলেন, ‘ক্যাপ্টেন আপনি বললেন এমনটি সারা বিশ্বেই হচ্ছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হল ইংল্যান্ড সবশেষ বাংলাদেশ সফরে গেল, কিন্তু ইয়ান মরগান, অ্যালেক্স হেলসরা গেলেন না। অস্ট্রেলিয়া এখনো আনুষ্ঠানিকভাবে তাদের বাংলাদেশ সফরটি নিশ্চিত করেনি। অথচ কয়েকদিনের ব্যবধানে এখানে দুটি হামলা হল সেখানে তারা (অস্ট্রেলিয়া) খেলছে। এক্ষেত্রে অস্ট্রেলিয়া কিংবা মরগানের প্রতি আপনার কোনো বার্তা আছে কী?’
জবাবে মাশরাফি বলেন, ‘ইংল্যান্ড যখন বাংলাদেশ সফরে গিয়েছিল তখন আমরা কিন্তু তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। হয়তো মরগান ও আলেক্স হেলসদের মধ্যে অন্যরকম ভীতি কাজ করেছিল তাই তারা যায়নি। এখন হয়তো তারাও বুঝবে যে তাদের দেশে এতো নিরাপত্তার ভেতরও হচ্ছে। এটা কিন্তু পৃথিবীর সব জায়গায় হচ্ছে। কয়েকদিন আগে কত ভালো ভালো নিরাপদ দেশগুলোতেও হয়েছে। এগুলো ঠেকানোর উপায় নেই। আর বার্তা দেওয়ার কিছু নেই।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন