সন্দেহভাজন আটক সেই নারী মানসিক ভারসাম্যহীন!

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে নরসিংদীর শিবপুরের চরখোপি গ্রাম থেকে আটক রুমা আক্তার (৩৫) নামের সেই নারী মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে তার পরিবারের সদস্যরা।
আটককৃত রুমা পলাশ উপজেলার চরসিন্ধুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন বুদু মিয়ার ছোট মেয়ে।
তার বোন সাবিনা আক্তার বলেন, রুমা আক্তারের দুই বিয়ে হলেছিল। বর্তমানে তিনি স্বামী পরিত্যক্তা। শ্রাবণ খান নামে তার ১৫ বছরের একটি ছেলে আছে। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন রুমা। রুমা বিভিন্ন বাসায় বুয়ার কাজ করে। ৬ মাস আগে তিনি গৃহকর্মীর ভিসায় দুবাই যান। ভালো না লাগায় তিন মাস পর দেশে ফেরেন। পরে ঢাকার বাড্ডায় একটি বাসায় গৃহকর্মীর কাজ নেন।
গুলশানের ঘটনায় গত ১৯ জুলাই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) হলি আর্টিজানের বাইরের সিসিটিভি ফুটেজ প্রকাশ করে। ফুটেজে ঘটনার রাতে আর্টিজান বেকারির আশপাশে সন্দেহজনকভাবে চারজনকে ঘোরাফেরা করতে দেখা যায়।
রুমার বড় বোন সাবিনা আক্তার দাবি করেন, রুমা জঙ্গি নয়। গুলশান হামলার রাতে ৭৯ নম্বর সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সে সময় গোলাগুলির শব্দ পেয়ে তিনি সেখানে কিছুক্ষণ অবস্থানের পর বাড়ি ফেরেন।
রুমার বাবা মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন বুদু মিয়া ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, ঘটনার সঙ্গে যদি রুমা জড়িত থাকে এবং প্রকৃত অপরাধী হয় তবে তার যেকোনো শাস্তি মেনে নিব।
এদিকে, স্থানীয়রা জানায়, স্বামী-সংসার হারানোর পর থেকে রুমা অস্বাভাবিক আচরণ করেন। একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করেছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা: নরসিংদী জেলাধীন ভাঙ্গা এলাকার অধিবাসী ব্যবসায়ী জনাব মুস্তাকবিস্তারিত পড়ুন

নরসিংদীর লটকন দেশের চাহিদা মিটিয়ে এখন রপ্তানি হচ্ছে বিদেশে
নরসিংদীর শিবপুর উপজেলায় এ বছর ১৬ শতক হেক্টরে লটকন চাষবিস্তারিত পড়ুন

নরসিংদীতে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষ, ওসিসহ নিহত ২
নরসিংদীতে ট্রাক ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে হাইওয়ে থানার ওসিসহবিস্তারিত পড়ুন