সন্ন্যাসীর বয়স ‘১২০ বছর’, জানালেন আয়ুর রহস্য

ভারতের হিন্দু সন্ন্যাসী স্বামী শিবানন্দ। পাসপোর্টে জন্মতারিখ ৮ আগস্ট, ১৮৯৬। ওই হিসেবে শিবানন্দের বয়স এখন ১২০ বছর। বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক ব্যক্তি হিসেবে গিনেজ বুকে নাম আছে জাপানি জিরেমন কিমেরার। তিনি ২০১৩ সালে ১১৬ বছর ৫৪ দিন বয়সে মারা যান।
হিসাব অনুযায়ী এখন সবচেয়ে বেশি বয়স্ক মানুষের দাবিদার স্বামী শিবানন্দ। তবে তিনি প্রচারবিমুখ মানুষ। বিষয়টি প্রচারের আলোয় আনতে চান না। তবে তাঁর ভক্তরা তা মানতে নারাজ। সংবাদ মাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, গিনেজ বুকে নাম অন্তর্ভুক্ত করার জন্য শিবানন্দের নাম প্রস্তাব করা হয়েছে।
স্বামী শিবানন্দ বারাণসীতে থাকেন। ছয় বছর বয়সেই বাবা-মাকে হারান তিনি। এরপর স্বজনরা তাঁকে বারণসীর সাধু-সন্ন্যাসীদের কাছে দিয়ে দেয়। এরপর থেকে সেখানেই আছেন তিনি।
শৈশব থেকেই সুশৃঙ্খল জীবন যাপন করেন শিবানন্দ। নিয়মিত যোগ ব্যায়াম করেন।
শিবানন্দ বলেন, ‘আমি খুব সাধারণ ও সুশৃঙ্খল জীবনযাপন করি। খুব সাধারণ খাবার খাই।’ শিবানন্দের খাবার তালিকায় আছে সেদ্ধ করা সবজি। তরকারিতে ব্যবহৃত হয় না কোনো তেল ও মসলা। আর আছে ভাত ও ডাল। প্রতিবেলায় এসব খাবারের সঙ্গে থাকে দুটি কাঁচা মরিচ।
শিবানন্দ আরো বলেন, ‘আমি দুধ বা ফল খাই না। ছোটবেলায় আমি অনেক বেলা না খেয়ে ঘুমিয়েছি।’
পাঁচফুট দুই ইঞ্চি উচ্চতার শিবানন্দ মাটিতে একটি চাদর বিছিয়ে ঘুমান, বালিশ হিসেবে একটা কাঠের টুকরা মাথায় রাখেন।
শিবানন্দের শরীর একদম ফিট। শরীরে নেই কোনো ব্যাধি। একাই ভ্রমণ করতে পারেন যেকোনো জায়গায়।
ব্রিটিশ আমলে শিবানন্দের জন্ম ও শৈশব। বিদ্যুৎ, ফোন, গাড়ি এসব ছাড়াই তিনি বেড়ে উঠেছেন। বর্তমান প্রযুক্তির উন্নয়নও শিবানন্দকে টানে না। বরং নিজের কাজ নিজেই করতে পছন্দ করেন তিনি।
পুরোদস্তুর সাধু। এ কারণে চিরকুমারই রয়ে গেছেন শিবানন্দ।
শিবানন্দ বলেন, ‘আগে মানুষ অল্পতেই খুশি হতো। এখন মানুষ অসুখী, অসুস্থ এবং অসৎ। এসব বিষয় আমাকে খুব পীড়া দেয়। আমি মানুষকে সুখী, স্বাস্থ্যবান ও শান্ত দেখতে চাই।’
এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন