বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সবাইকে শান্ত থাকার আহ্বান সু চির

মিয়ানমারে ২৫ বছর পর অনুষ্ঠিত ঐতিহাসিক নির্বাচনের ফলাফল এখন প্রায় নিশ্চিত। শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ফল ঘোষণার।

নির্বাচনের পর প্রথমবার দেয়া ভাষণে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টির (এনএলডি) প্রধান অং সাং সু চি বলেন, উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় লাভ করতে যাচ্ছি। তবে চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত দলীয় নেতা-কর্মী এবং সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

দেশের জনগণকে ধন্যবাদ জানিয়ে সু চি বলেন, ‘শুধু অবাধ নয়, নির্বাচন নিরপেক্ষ হয়েছে।’

মিয়ানমারের সাধারণ নির্বাচনে মঙ্গলবার সকাল পর্যন্ত ১০৬ আসনের ফলাফল ঘোষিত হয়েছে। এর মধ্যে ৫৪টি হাউজ অব রিপ্রেজেন্টেটিভের (নিম্নকক্ষ) আর ৫২টি প্রাদেশিক সংসদের।

এরমধ্যে হাউজ অব রিপ্রেজেন্টেটিভের ঘোষিত ৫৪টি আসনের ফলাফলে দেখা গেছে, ৪৯টিই গেছে নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চির ঝুলিতে। এর বেশিরভাগই ইয়াঙ্গুনের আসন। আর ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) জয় পেয়েছে তিন আসনে। ওয়া ডেমোক্রেটিক পার্টি ও কাশিন স্টেট ডেমোক্রেসি পার্টি একটি করে আসনে জয় পেয়েছে।

অপরদিকে, ঘোষিত ফলাফলে প্রাদেশিক ৫২টি আসনের ৪৭টিতে জয় পেয়েছে এনএলডি। এখানেও ইউএসডিপি জয় পেয়েছে তিনটিতে। আর ওয়া ডেমোক্রেটিক পার্টি পেয়েছে দুই আসন।

পার্লামেন্টের উচ্চ ও নিম্ন কক্ষ মিলিয়ে এ পর্যন্ত ফল ঘোষিত আসনগুলোর মধ্যে ৯৬টিতে জয় নিশ্চিত করেছে এনএলডি।

এদিকে গতকালই পরাজয় স্বীকার করে নিয়েছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিটি)।

রবিবার অনুষ্ঠিত হয় মিয়ানমারের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। ৬৬৪টি আসনের জন্য ৯০টির বেশি দলের ছয় হাজার প্রার্থী ওই দিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছে। এদিন রাত থেকেই শুরু হয় গণনা। সোমবার স্থানীয় সময় বিকাল থেকেই ফল ঘোষণা শুরু করে দেশটির নির্বাচন কমিশন।

মিয়ানমার নির্বাচন কমিশন (ইউইসি) চেয়ারম্যান ইউ তিন আই জানিয়েছেন, বাকি আসনগুলোর ফলও পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।

বিদেশি নাগরিককে বিয়ে করার কারণে নির্বাচনে এনএলডি জয়লাভ করলেও সু চি দেশটির প্রেসিডেন্ট হতে পারবেন না। সু চি বলেন, তার দল সরকার গঠন করলে, তিনি প্রেসিডেন্টের চেয়েও বড় কিছু হবেন।

ধারণা করা হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারি কিংবা চলতি বছরের শেষ নাগাদ দেশটি নতুন প্রেসিডেন্ট পাবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ