সবার আগে কোয়ার্টার ফাইনালে পোল্যান্ড
ম্যাচের ৩৯ মিনিটেই এগিয়ে যায় পোল্যান্ড। ইউরো কাপের শেষ ষোলর এই ম্যাচে এক গোলে এগিয়ে থেকে খেলার প্রায় শেষ পর্যন্ত নিয়েও গিয়েছিল তারা। কিন্তু সুইজারল্যান্ডের শেষমুহূর্তের এক গোলে খেলা অতিরিক্ত সময়ে গড়ালে তখন মনে হয়েছিল ম্যাচের হিসাব-নিকাশ পাল্টে যেতেও পারে।
পরবর্তী সময়ে সুইজারল্যান্ড যেভাবে চেপে ধরেছিল, ম্যাচের ফল পাল্টে যেতেও পারত। কিন্তু না, সুইসরা অতিরিক্ত সময়ে কিছু করতে তো পারেইনি, উপরন্তু টাইব্রেকারেও তারা হতাশ করেছে।
টাইব্রেকারে ম্যাচটি ৫-৪ গোলে জিতে প্রথম দল কোয়ার্টার ফাইনালে উঠে গেল পোল্যান্ড। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা ছিল। অতিরিক্ত ৩০ মিনিটেও নিষ্পত্তি না হওয়ায় টাইব্রেকারে গড়ায় খেলা।
এর আগে ম্যাচের ৩৯ মিনিটে পোল্যান্ড এগিয়ে যায়। বাঁ প্রান্ত থেকে এক সতীর্থের বাড়ানো পাস ধরে চমৎকার প্লেসিং শটে লক্ষ্য ভেদ করেন জ্যাকব (১-০)।
গোলটি সমতা আনতে বেশ কিছুক্ষণ সময় লেগেছে সুইজারল্যান্ডের। ম্যাচের ৮২ মিনিটে ফরোয়ার্ড শাকেরি চমৎকার ব্যাকভলিতে বল জলে জড়ান (১-১)।
এর আগে পোল্যান্ড ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলতে উঠেছিল। তারা প্রথম ম্যাচে নর্দান আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারায় এবং দ্বিতীয় ম্যাচে জার্মানির সঙ্গে গোলশূন্য ড্র করে। তৃতীয় ম্যাচে তারা উইক্রেনকে ১-০ গোলে হারিয়েছে।
আর সুইজারল্যন্ড ‘এ’ গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। তারা গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আলবেনিয়াকে ১-০ গোলে হারায়। দ্বিতীয় ম্যাচে রোমানিয়ার সঙ্গে ১-১ গোলে এবং গ্রুপের শেষ ম্যাচে ফ্রান্সের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন