শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সবার জন্য স্বর্ণের টয়লেট

প্রতিদিন প্রাকৃতিক কাজ সারতে টয়লেটে যেতে হয় আমাদের। কিন্তু কেউ কি সেখানে ইচ্ছে করে বেশিক্ষণ সময় কাটাতে চান? উত্তর না। তবে এখন মনে হয় টয়লেটেও বেশিক্ষণ কাটাতে চাইবেন অনেকে। কারণ কমোড যদি হয় স্বর্ণের, তাহলে তার প্রতি মুগ্ধতা তৈরি হতেই পারে।

নিউইয়র্কের গাগেনহেইম মিউজিয়ামে আগামী ৪ মে স্থাপন করা হবে ১৮ ক্যারেট স্বর্ণের তৈরি একটি কমোড। এটি তৈরি করেছেন ইতালিয়ান ভাস্কর মোরিজিও ক্যাটেলান। নামকরা এই ভাস্কর এর আগেও কয়েকটি স্বর্ণে মোড়া কমোড তৈরি করেছেন। মিউজিয়ামের পাবলিক বাথরুমগুলোর একটিতে স্থাপন করা হবে স্বর্ণের এই কমোড।

মিউজিয়ামের মুখপাত্র মলি স্টুয়ার্ট বলেছেন, ‘কেউ চাইলেই ওই টয়লেটে গিয়ে প্রাকৃতিক কাজ সারতে পারবেন। অথবা শুধু কমোডটি দেখে যেতে পারবেন।’ তিনি আরো জানিয়েছেন, প্রথমবারের মতো গাগেনহেইমে কোনো ব্যবহারযোগ্য টয়লেট প্রদর্শিত হতে যাচ্ছে। তা তো হবেই, কারণ এটি যে আর দশটা টয়লেটের মতো নয়।

ক্যাটেলান ২০১১ সালের পর কাজ বন্ধ করে দিয়েছিলেন। এটি তার নতুন কাজ। ‘মোরিজিও ক্যাটেলান : আমেরিকা’ নামের এই কমোড তৈরির কারণ সম্পর্কে তিনি বলেছেন, এই কাজের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য প্রাধান্য পেয়েছে। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘একটা ঝুঁকি আছে, তা হলো মানুষ এই শিল্পকর্ম উপহাস হিসেবে ধরে নিতে পারে। আমার সৃষ্টিকর্মের মানে কী, তা অন্যদের জানানো অবশ্য আমার কাজ না। তবে আশা করি, এই শিল্পকর্ম থেকে মানুষ একটা অর্থ বের করে নেবে।’

মিউজিয়াম কর্তৃপক্ষ অবশ্য এটিকে তাদের বিরাট একটি সংযোজন হিসেবেই দেখছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের মত হলো, বিলাসবহুল এই শিল্পকর্ম যা সমাজের ১ শতাংশ মানুষও ভোগ করার সুযোগ পায় না, তা একাধারে যেমন একটি শিল্পকর্ম, তেমনি এটি আমেরিকার সামাজিক নীতিরও প্রতিফলন। অর্থাৎ ধর্মবর্ণ-নির্বিশেষে সব মানুষেরই যে বিলাসবহুল সামগ্রী ভোগের অধিকার আছে, আমেরিকা তা বিশ্বাস করে। এই বিষয়টিই শিল্পকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

টয়লেটটি নারী-পুরুষ সবাই ব্যবহার করতে পারবে। এই স্বর্ণের কমোড ঘিরে দর্শকের ভিড় বাড়বে- এমনটাই আশা করছে কর্তৃপক্ষ। তবে এর সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তারা সতর্ক। বলা তো যায় না, স্বর্ণের কমোড বলে কথা।

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ