শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সবার প্রিয় ব্যক্তিদের ১৪ অভ্যাস, যা সবার জন্যই অনুকরণীয়

সব মানুষ সবার প্রিয় হয় না। কিন্তু অল্প যে কয়জন মানুষ সবার প্রিয় হিসেবে নজর কাড়েন, তাদের কিছু গুণ থাকে। এ গুণগুলোর কারণে তারা সবার প্রিয় হিসেবে প্রতিষ্ঠিত হন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।

১. তারা সর্বদা নিজের একটি ইতিবাচক মানসিকতা তৈরি করেন। ইতিবাচক মানসিক আচরণের কারণে তারা অন্যদের সঙ্গে সহজেই একাত্ম হতে পারেন।

২. তারা সর্বদা সাবধানে কথাবার্তা বলেন। তাদের কথায় শৃঙ্খলা ও বন্ধুত্ব প্রকাশিত হয়।

৩. অন্য কেউ কথা বলতে গেলে তারা মনোযোগ দিয়ে তা শোনেন।

৪. যে কোনো পরিস্থিতিতে তারা নিজের সঠিক বৈশিষ্ঠ্যগুলো বজায় রাখতে পারেন।

৫. তারা ধৈর্যশীল ও মনোযোগী। এ কারণে সর্বদা ধীরস্থিরভাবে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন তারা।

৬. খোলা মনের অধিকারী হওয়া তাদের অন্যতম বৈশিষ্ট। এর অর্থ তারা সহজে যে কোনো বিষয়কে গ্রহণ করতে পারেন।

৭. হাসিখুশি মানুষ অন্যদের প্রিয় হয়ে ওঠে। আর এ ধরনের মানুষ অনেকেই কথা বলার সময় হাসির মুখভঙ্গি করে থাকেন।

৮. নিজের চিন্তাভাবনা প্রকাশের ক্ষেত্রে তারা সর্বদা বিচক্ষণতার পরিচয় দেন। সব চিন্তা যে অন্যের কাছে প্রকাশ করতে হবে, এ চিন্তা তারা কখনোই করেন না।

৯. তারা কর্মঠ হয় এবং কাজের মাধ্যমেই বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করেন। তারা সাধারণত কোনো কাজে গড়িমসি করা থেকে বিরত থাকেন।

১০. প্রতিদিন অন্তত একটি করে ভালো কাজ করা তাদের স্বভাব।

১১. কোনো বিষয়ে ব্যর্থতা হলেও তারা তা মেনে নেন এবং সে ব্যর্থতা থেকে শিক্ষা নেন। ব্যর্থতার কারণে তারা হাল ছেড়ে দেন না।

১২. কোনো মানুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে তারা বিষয়টিকে কখনোই হালকাভাবে দেখেন না। তারা কারো সঙ্গে কথা সময় তাকেই সবচেয়ে গুরুত্ব দেন।

১৩. কাউকে উৎসাহিত করতে হলে তারা আন্তরিকভাবেই তা করেন। এক্ষেত্রে আচরণে কোনো বাড়াবাড়ি কিংবা ঘাটতি যেন না হয় সেজন্য মনোযোগী হন তারা।

১৪. অন্য মানুষকে বিশ্বাস করার গুরুত্ব এ ধরনের ব্যক্তিরা সর্বদা জানেন। আর তাই তারা কিছু মানুষকে সর্বদা বিশ্বাস করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ