”সবার ব্যবসায় লচ আছে, কিন্তু আমার ব্যবসায় কোনো লচ নাই”
সকালে খালি হাতে বের হই, বিকালে টাকা-পয়সা নিয়ে বাড়ি ফিরি। সবদিন যে এক রকম যায় তা না, তবে মাসের বিশ দিনই মোটামুটি কিছু না কিছু অবশ্যই হয়। সবার ব্যবসায় লচ আছে, কিন্তু আমার ব্যবসায় কোনো লচ নাই।
শুক্রবার চা খেতে খেতে কথাগুলো বলছিলেন মহেশপুর উপজেলা শহরের ভিক্ষুক আব্দুল হাকিম লেন্টু।
তিনি জানান, তার বয়স ৫০ বছর। কিন্তু শরীরে কোনো রোগ বালাই নাই। সকাল থেকে বিকেল পর্যন্ত গ্রামে গ্রামে ঘুরে ২৫০/৩০০ টাকা রোজগার করেন তিনি।
মহেশপুর পৌর এলাকায় আব্দুল হাকিম লেন্টুকে ভিক্ষা করতে দেখে প্রতিবেদক তার কাছে জানতে চান, কাজ করার সামর্থ থাকার পরও কেনো ভিক্ষাবৃত্তি বেছে নিলেন?
উত্তরে তিনি বলেন, সংসারে আমরা এখন ৫ জন। এমন এক সময় ছিল যখন আমি সংসারের খরচ চালাতে পারতাম না। অনেক সময় না খেয়ে দিন কাটাতে হয়েছে। ভিক্ষাবৃত্তি বেছে নিয়ে সংসার কোনো রকমে চলে।
তিনি আরো বলেন, তিনি ছেলে-মেয়ের মধ্যে এক ছেলে অনার্স পড়ছে। মেয়েটাকে বিয়ে দিয়েছি। আর ছোট ছেলেটা ৭ম শ্রেণিতে পড়ছে। ভিক্ষা করেই তো ছেলে-মেয়েদেরকে মানুষ করেছি। এ কারণেই ব্যবসাটা ছাড়তে পারছি না।
তবে উপজেলা থেকে কিছু টাকা পেয়েছি। ভিক্ষা ছেড়ে অন্য কোনো ব্যবসা করে খেতে বলেছে তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন