সব জিপারেই কেন লেখা থাকে ‘YKK’?
জ্যাকেট, জিনস কিংবা ব্যাগ- মেটাল চেনের ব্যবহার সর্বত্র। একটু খেয়াল করলে দেখবেন, ওই চেনে লেখা আছে ‘YKK’? হয়ত দেখেছেনও। প্রায় সব চেনেই পাবেন ওই তিনটি অক্ষর। কিন্তু কখনো ভেবেছেন, কেন এই তিন অক্ষর?
‘YKK’-এর ফুল ফর্ম হল Yoshida Kōgyō Kabushikigaisha. যারা বিশ্বের সেরা জিপার নির্মাতা। বিশ্বের অর্ধেকেরই বেশি চেন বানিয়ে থাকে এই সংস্থা। প্রায় ৭১টি দেশে ব্যবহার করা হয় এই সংস্থার তৈরি চেন। মোট ২০৬ রকম ডিজাইনের জিপার তৈরি করে এরা।
১৯৩৪ সালে জাপানের এক ব্যবসায়ী, তাডাও ইয়োশিদা এই জিপার সংস্থা চালু করেন রাজধানী শহর টোকিওতে। কেবলমাত্র এক ধরনের প্রোডাক্টই তৈরি করতেন তিনি। সেটা হল জিপার। ধীরে ধীরে সেই জিপার বসানো হল জামা-কাপড়, ব্যাগ সহ আরও নানা জিনিসে। বর্তমানে অবশ্য আরও নানা ধরনের জিনিস বানায় এই সংস্থা। কোনও কাজ দ্রুত করার জন্য বিভিন্ন ধরনের মেশিন তৈরি করাই এদের কাজ। এই সংস্থার সব থেকে বড় কারখানাটি রয়েছে আমেরিকার জর্জিয়াতে। প্রত্যেকদিন ৭০ লক্ষ জিপার বানানো হয় ওই কারখানায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন