সব সময় খুশি থাকার গোপন রহস্য!
কখনও চিন্তা করে দেখেছেন, কিছু মানুষ সবসময় খুশি থাকে কীভাবে? অনেকের কাছে অভাব থাকা সত্ত্বেও তাদের সুখের কোন কমতি নেই। এসবের কারণ হয়ত আমাদের মস্তিষ্কের মাঝেই রয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় এরকম তথ্যই উঠে এসেছে।
যেসব মানুষেরা মন থেকে সুখ উপভোগ করার চেষ্টা করেন তারাই মূলত সত্যিকারের সুখী হয়ে থাকে। গবেষণায় দেখা যায়, যখন একজন মানুষ নিজেদের যে কোন ভাবে ভাল রাখার চেষ্টা করেন এবং জীবনকে মন থেকে উপভোগ করেন তাদের মস্তিষ্কে একটি অন্যরকম প্রবাহ বিদ্যামান থাকে।
জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে গবেষণার প্রধান লেখক অয়াতারু সাতো বলেন, বেশ কিছু গবেষণায় দেখা যায় ধ্যান করার ফলে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। তাদের এই নতুন গবেষণা অনুযায়ী আমরা আমাদের মস্তিষ্কে সুখ প্রোগ্রাম তৈরির জন্য উপযোগী করলে তা আমাদের সবসময় সুখী করতে সাহায্য করবে।
গবেষকরা চৌম্বকীয় অনুরণন ইমেজিং (এমআরআই) দ্বারা অংশগ্রহণকারীদের মস্তিস্ক স্ক্যান করেন। তারপর তারা অংশগ্রহণকারীদের আবেগের বিষয়ে প্রশ্ন করেন। সাধারণত তারা কোন বিষয়ে বেশি আবেগ-প্রবণ হন, মনে গভীরভাবে কোন বিষয়ে চিন্তা করেন এবং তারা তাদের জীবন নিয়ে কতটা সন্তুষ্ট তা জিজ্ঞাসা করে একটি জরিপ তৈরি করেন।
গবেষণায় দেখা যায়, যারা জীবনকে ইতিবাচক মনোভাবে দেখেন, তারা সবসময় সুখে থাকে। আপনি তাদের দেখলে কখনও বুঝে উঠতে পারবেন না, তারা কখনও অসুখী থাকে না কেন। তাই আপনিও জীবনকে ইতিবাচকভাবে দেখতে শুরু করেন। তাহলে আপনিও সবসময় সুখী থাকতে পারবেন।–সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন