সভাপতি আলতাফ, মহাসচিব ফারুক
সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের দ্বিবার্ষিক নির্বাচনে আলতাফ মাহমুদ (দৈনিক ডেসটিনি) সভাপতি এবং ওমর ফারুক (বাসস) মহাসচিব নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়। জাতীয় প্রেসক্লাবসহ ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে ভোটাভুটি হয়।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলতাফ মাহমুদের প্যানেলের সৈয়দ জাফর ওয়াজেদ। মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ওমর ফারুক।
এ ছাড়া যুগ্ম-মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন আলতাফ মাহমুদের প্যানেল থেকে ডেইলি অবজারভার পত্রিকার অমিয় ঘটক পুলক। একই প্যানেল থেকে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আতাউর রহমান।
নির্বাহী পরিষদের প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন জলিল প্যানেল থেকে একাত্তর টেলিভিশনের সৈয়দ ইশতিয়াক রেজা। দ্বিতীয় হয়েছেন আলতাফ প্যানেলের দৈনিক ইত্তেফাকের মফিদা আকবর। একই প্যানেল থেকে তৃতীয় হয়েছেন দৈনিক বর্তমানের স্বপন দাশগুপ্ত ও চতুর্থ সদস্য নির্বাচিত হয়েছেন শফিউদ্দিন আহমেদ বিটু। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রবীণ সাংবাদিক আবু তাহের। ঢাকার ২৫১১ ভোটারের মধ্যে মোট ১৪২৮ জন ভোট দেন।
নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর জাতীয় প্রেসক্লাবে উল্লাসে মেতে উঠেন বিজয়ী সাংবাদিক নেতা ও তাদের সমর্থকরা। তারা এ সময় বিএফইউজের নতুন দুই শীর্ষ নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করেন। মহাসচিব ওমর ফারুককে সঙ্গে নিয়ে বিজয় মিছিল বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, গাজী জহিরসহ বিপুল সংখ্যক সাংবাদিক।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন