সমকামিতাকে কি নিষিদ্ধ করা উচিত? পাঁচ বিচারপতির কাছে প্রশ্ন সুপ্রিম কোর্টের
২০১৩ সালে ভারতীয় সংবিধানের ৩৭৭ ধারার প্রেক্ষিতে রিভিউ পিটিশন দাখিল করা হয়। বর্তমান সময়ের প্রেক্ষিতে ভারতে সমকামকে বৈধতা দেওয়া উচিত কি না, সে নিয়ে বিস্তর বিতর্কও হয়।
সমকাম নিষিদ্ধ করা উচিত কি না, তা জানতে চাইল সুপ্রিম কোর্ট। পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ গঠন করে এই সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। প্রসঙ্গত, ২০১৩ সালে ভারতীয় সংবিধানের ৩৭৭ ধারার প্রেক্ষিতে রিভিউ পিটিশন দাখিল করা হয়। বর্তমান সময়ের প্রেক্ষিতে ভারতে সমকামকে বৈধতা দেওয়া উচিত কি না, সে নিয়ে বিস্তর বিতর্কও হয়।
সমকামিতাকে ফৌজদারি দণ্ডবিধির আওতা থেকে বার করতে একটি সংশোধনী বিল পেশ করতে চেয়েছিলেন শশী। ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় সংশোধনের প্রস্তাব দিয়ে ‘ইন্ডিয়ান পিনাল কোড (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৫’ পেশ করতে গিয়েছিলেন ‘প্রাইভেট মেম্বার’স বিল’ হিসাবে। শশী তাঁর প্রস্তাব পেশ করতেই সে সময়ে হইহই করে ওঠেন শাসকদলের সাংসদেরা। ‘নো, নো’ গর্জনের মধ্যেই উঠতে থাকে মস্করা-টিটকিরির রোল! অনেক বিজেপি সাংসদই বলেছিলেন, ‘‘তারুর কি নিজের জন্যই বিলটি আনতে চাইছেন?’’
বিল নিয়ে আপত্তি তোলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী সদানন্দ গৌড়া। প্রস্তাবিত বিলের প্রতিবাদে সামিল হয়েছিলেন কংগ্রেসের কয়েকজন সাংসদও।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন