রবিবার, মে ৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

সরকারি কর্মকমিশনে বিভিন্ন পদে ৬৭৭ জন নিয়োগ

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভাগ, সংস্থায় ৬৭৭ জন প্রার্থীকে নিয়োগ দেয়া হবে । আবেদনের শেষ তারিখ : ১৫ ডিসেম্বর ২০১৬। বিস্তারিত জানতে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) ওয়েবসাইট িি.িনঢ়ংপ.মড়া.নফ দেখুন।

মন্ত্রণালয়/ বিভাগের নাম ও পদের নাম : রেলপথ মন্ত্রণালয়ে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট চতুর্থ গ্রেডের অস্থায়ী পদে নেয়া হবে একজন। বিভিন্ন মন্ত্রণালয়ে/বিভাগে সিস্টেম অ্যানালিস্ট পঞ্চম গ্রেডের স্থায়ী/অস্থায়ী পদে পাঁচজন, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে সিনিয়র প্রোগ্রামার পঞ্চম গ্রেডের অস্থায়ী পদে নেয়া হবে একজন। বিভিন্ন মন্ত্রণালয়ে/বিভাগে প্রোগ্রামার/কম্পিউটার প্রোগ্রামার ষষ্ঠ গ্রেডের অস্থায়ী পদে ৯ জন, বিভিন্ন মন্ত্রণালয়ে/বিভাগে সহকারী প্রোগ্রামার নবম গ্রেডের স্থায়ী/অস্থায়ী পদে ১০৩ জন ও সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার নবম গ্রেডের অস্থায়ী পদে ১৪ জন নেয়া হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরে সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নবম গ্রেডের অস্থায়ী পদে একজন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরে সহকারী প্রোগ্রামার নবম গ্রেডের অস্থায়ী পদে নেয়া হবে ২৬৫ জন ।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর সহকারী জেলা শিক্ষা অফিসার নবম গ্রেডের স্থায়ী পদে ১৩ জন, সহকারী প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষিকা নবম গ্রেডের স্থায়ী পদে নেয়া হবে ৮২ জন। বাংলাদেশ টেলিভিশনে উপসহকারী প্রকৌশলী বা স্টুডিও যন্ত্রবিদ পদের দশম গ্রেডের স্থায়ী পদে দুইজন, বাংলাদেশ টেলিভিশনে উপসহকারী প্রকৌশলী পদের দশম গ্রেডের স্থায়ী পদে চারজন, বাংলাদেশ টেলিভিশনে গ্রন্থাগারিক পদের দশম গ্রেডের অস্থায়ী পদে নেয়া হবে একজন। রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়েতে উপসহকারী প্রকৌশলী (ওয়ার্কস) পদে সাতজন, উপসহকারী প্রকৌশলী (সিভিল ড্রইং) পদে দুইজন, উপসহকারী প্রকৌশলী (এস্টিমেটর) পদে একজন, উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) পদে ৩০ জন, উপসহকারী প্রকৌশলী (ড্রইং) পদে একজন, উপসহকারী প্রকৌশলী (ট্রেন এক্সামিনার) দশম গ্রেডের স্থায়ী পদে ১৩ জন, উপসহকারী প্রকৌশলী (টেলিকমিউনিকেশন) দশম গ্রেডের স্থায়ী পদে ৯ জন ও উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক) দশম গ্রেডের স্থায়ী পদে নেয়া হবে ১৮ জন ।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন মেরিন একাডেমিতে রেডিও ইলেকট্রনিক টেকনিশিয়ান দশম গ্রেডের স্থায়ী পদে একজন। বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কম্পানি ও ফার্মসমূহের পরিদফতরে ইন্সপেক্টর পদের দশম গ্রেডের অস্থায়ী পদে একজন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগে ডাটা এন্ট্রি/ কন্ট্রোল সুপারভাইজার পদের দশম গ্রেডের স্থায়ী পদে একজন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পদের দশম গ্রেডের স্থায়ী পদে নেয়া হবে ২৫ জন । প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে চিফ ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল-টিটিসি) পদের দশম গ্রেডের অস্থায়ী পদে চারজন, চিফ ইন্সট্রাক্টর (কম্পিউটার-টিটিসি) পদের দশম গ্রেডের অস্থায়ী পদে তিনজন, চিফ ইন্সট্রাক্টর (মেকানিক্যাল-টিটিসি) পদের দশম গ্রেডের অস্থায়ী পদে চারজন, চিফ ইন্সট্রাক্টর (সিভিল-টিটিসি) পদের দশম গ্রেডের অস্থায়ী পদে দুইজন, ইন্সট্রাক্টর (টিটিসি-ইলেকট্রিক্যাল) পদের দশম গ্রেডের অস্থায়ী পদে ১২ জন, ইন্সট্রাক্টর (টিটিসি-কম্পিউটার) পদের দশম গ্রেডের অস্থায়ী পদে ১০ জন, ইন্সট্রাক্টর (টিটিসি-সিভিল) পদের দশম গ্রেডের অস্থায়ী পদে ১০ জন, ইন্সট্রাক্টর (টিটিসি-ইলেকট্রনিকস) পদের দশম গ্রেডের অস্থায়ী পদে ৭ জন, ইন্সট্রাক্টর (টিটিসি-মেকানিক্যাল) পদের দশম গ্রেডের অস্থায়ী পদে পাঁচজন, ইন্সট্রাক্টর (টিটিসি-ওয়েল্ডিং) পদের দশম গ্রেডের অস্থায়ী পদে পাঁচজন ও ইন্সট্রাক্টর (টিটিসি-অটোমোবাইল) পদের দশম গ্রেডের অস্থায়ী পদে নেয়া হবে পাঁচজন ।

অনলাইনে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ : অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ৬টার মধ্যে । ওই সময়ের মধ্যে শুধু ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীদের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অর্থাৎ ১৭ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ৬টার মধ্যে ফি জমা দিতে হবে। ফরম পূরণ, জমা দেয়ার নিয়মাবলি ও অন্যান্য শর্তাদি বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) ওয়েবসাইটে িি.িনঢ়ংপ.মড়া.নফ পাওয়া যাবে। নঢ়ংপ. ঃবষবঃধষশ.পড়স.নফ অথবা িি.িনঢ়ংপ.মড়া.নফ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। ওয়েবসাইটে আবেদনের বিস্তারিত নিয়ম ও আবেদনের যোগ্যতা জানা যাবে।

বেতনক্রম : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট পদে বেতনক্রম হবে ৫০০০০-৭১২০০ টাকা। সিস্টেম অ্যানালিস্ট ও সিনিয়র প্রোগ্রামার পদে বেতন স্কেল ৪৩০০০-৬৯৮৫০ টাকা। প্রোগ্রামার/কম্পিউটার প্রোগ্রামার পদে বেতন স্কেল ৩৫৫০০-৬৭০১০ টাকা। সহকারী প্রোগ্রামার, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সহকারী প্রোগ্রামার, সহকারী জেলা শিক্ষা অফিসার ও সহকারী প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষিকা পদে বেতন স্কেল ২২০০০-৫৩০৬০ টাকা। উপসহকারী প্রকৌশলী বা স্টুডিও যন্ত্রবিদ, উপসহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী (ওয়ার্কস), উপসহকারী প্রকৌশলী (সিভিল ড্রইং), উপ-সহকারী প্রকৌশলী (এস্টিমেটর), উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), উপসহকারী প্রকৌশলী (ড্রইং), উপসহকারী প্রকৌশলী (ট্রেন এক্সামিনার), উপসহকারী প্রকৌশলী (টেলিকমিউনিকেশন), উপহকারী প্রকৌশলী (ইলেকট্রিক), রেডিও ইলেকট্রনিক টেকনিশিয়ান, ইন্সপেক্টর, ডাটা এন্ট্রি/কন্ট্রোল সুপারভাইজার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, চিফ ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) (টিটিসি), চিফ ইন্সট্রাক্টর (কম্পিউটার) (টিটিসি), চিফ ইন্সট্রাক্টর (মেকানিক্যাল) (টিটিসি), চিফ ইন্সট্রাক্টর (সিভিল) (টিটিসি), গ্রন্থাগারিক, ইন্সট্রাক্টর (টিটিসি) (ইলেকট্রিক্যাল), ইন্সট্রাক্টর (টিটিসি) (কম্পিউটার), ইন্সট্রাক্টর (টিটিসি) (সিভিল), ইন্সট্রাক্টর (টিটিসি) (ইলেকট্রনিকস), ইন্সট্রাক্টর (টিটিসি) (মেকানিক্যাল), ইন্সট্রাক্টর (টিটিসি) (ওয়েল্ডিং) ও ইন্সট্রাক্টর (টিটিসি) (অটোমোবাইল) পদে বেতন স্কেল ১৬০০০-৩৮৬৪০ টাকা।

যোগাযোগ : বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়, আগারগাঁও, শেরে বাংলানগর, ঢাকা-১২০৭।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকে নিয়োগঃ ১৬৬৩ পদে চাকুরী

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ব্যাংকের মধ্যে সাতটি ব্যাংক একযোগে নিয়োগবিস্তারিত পড়ুন

বিভিন্ন পদে নিয়োগ দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

শূন্য পদে জনবল নিয়োগ দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন এডুকেশনবিস্তারিত পড়ুন

রেডিও জকি (আরজে) পদে নিয়োগ দেবে প্রাণ-আরএফএল।

প্রাণ-আরএফএল গ্রুপ রেডিও জকি (আরজে) পদে নিয়োগ দেবে। যোগ্যতা :বিস্তারিত পড়ুন

  • ক্যাডেট কলেজে প্রভাষক পদে ১৯ জন নিয়োগ
  • ‘সেলস এক্সিকিউটিভ- আউটলেট’ পদে নিয়োগ দেওয়া হচ্ছে প্রাণ গ্রপ
  • কানাডায় সাংবাদিক; অভিনয়, মডেল ও সংগীত শিল্পী; প্রযোজক, পরিচালক ও খেলোয়াড়দের দারুন সুযোগ!
  • বিনা অভিজ্ঞতায় আবুল খায়ের গ্রুপে চাকরি
  • মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি
  • এসএসসি পাসেই সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি
  • অষ্টম শ্রেণি পাসেই ২০০ জন নিয়োগ দিচ্ছে বিআরটিসি
  • ৫৭৫ জন নিয়োগ দেবে বাংলাদেশ শিশু একাডেমি
  • একাধিক পদে কোস্টগার্ড বাহিনীতে জনবল নিয়োগ
  • উচ্চ মাধ্যমিক পাসেই সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন প্রক্রিয়া জেনে নিন-
  • নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে অবরোধ
  • বাংলালিংককে চাকরি