সরকারি পলিটেকনিকে ভর্তির ফল প্রকাশ
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ভর্তির ফল প্রকাশ করা হয়েছে।
সচিবালয়ে রবিবার (২৬ জুন) শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক সংবাদ সম্মেলনে অনলাইনে দু’জন শিক্ষার্থীর ফল দেখে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।
কারিগরি শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে www.techedu.gov.bd ফল পাওয়া যাবে। এ ছাড়া আবেদনের সময় দেওয়া শিক্ষার্থীর মোবাইল নম্বরে ফল জানিয়ে দেওয়া হবে।
মূল মেধাতালিকা থেকে সরকারি পলিটেকনিকগুলোতে রবিবারই শিক্ষার্থী ভর্তি শুরু হবে। ৩০ জুন পর্যন্ত ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ১৬ আগস্ট।
একাধিক ধাপে অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এসব তালিকা থেকে আগামী ২ থেকে ২৪ জুলাই শিক্ষার্থী ভর্তি করা হবে।’
এবার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, ৬৪টি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ ও একটি ভোকেশনাল টিটার্স ট্রেনিং ইনস্টিটিউটে (ভিটিটিআই) দুই শিফটে মোট ৫৭ হাজার ৭৮০টি আসন রয়েছে। এ আসনের বিপরীতে এবার ১ লাখ ৬৫ হাজার ১৭৭ জন শিক্ষার্থী আবেদন করেন।
প্রথম শিফটে ৩২ হাজার ৩৪০ আসনের বিপরীতে ৯৯ হাজার ৭১৮টি, দ্বিতীয় শিফটে ২৫ হাজার ৪৪০টি আসনের বিপরীতে ৬৫ হাজার ৪৫৯টি আবেদন জমা পড়ে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
গত বছর দুই শিফটে ৩১ হাজার ৫৬০টি আসন থাকলেও এবার আরও ২৬ হাজার ২২০টি আসন বাড়ানো হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৩০ জুন পর্যন্ত আবেদন নেওয়া হবে, ফল প্রকাশ করা হবে ১ জুলাই।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘মাধ্যমিক উত্তীর্ণ ৬ লাখ ৫ হাজার ৬০৬ শিক্ষার্থী দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন।’
তিনি বলেন, ‘২০২০ সালের মধ্যে কারিগরিতে মোট শিক্ষার্থীর ২০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করা হবে।’
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘২০২০ সালের মধ্যে কারিগরি শিক্ষার এনরোলমেন্ট (অন্তর্ভুক্তি) ২০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’
কারিগরিতে ভর্তির হার ১ দশমিক ২ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে ১৪ শতাংশে উন্নীত হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি নির্ধারিত সময়ের মধ্যে আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।’
সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কারিগরি) অশোক কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন