সরকারের পাপ বঙ্গোপসাগরের পানি দিয়ে ধুলেও মুছবে না: রিজভী
সরকারের পাপ বঙ্গোপসাগরের পানি দিয়ে ধুলেও মুছবে না বলে জনিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রী কারযালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।
সরকারের দূর্ণীতি, লুটপাটের দেশের মানুষ অতিষ্ট। সরকার যে পাপ করেছে তার বঙ্গপোসাগরের পানি দিয়ে ধূলেও মুছবে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, গ্যাসের দাম বৃদ্ধি করা হলে দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়বে। সকল পন্যের দাম বৃদ্ধি পাবে। এতে করে সাধারন মানুষের ক্রয় ক্ষমতা সমস্যার সৃষ্টি হবে। তিনি বলেন, গ্যাসের দাম বৃদ্ধির মূল উদ্দেশ্য হচ্ছে সরকারের লুটপাট এবং ক্ষমতাসীনদের অনুসারীদের পকেট ভারী করা।
তিনি আরো বলেন, গ্যাস খাতে সরকারের কোনো লোকশান নেই। তার পরেও কেন দাম বৃদ্ধি করছে তা বোঝে আসে না।
যদি দাম বৃদ্ধি করা হয় তবে বিএনপির কি পদক্ষেপ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দাম বৃদ্ধি পেলে দলীয় সিদ্ধান্ত নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির যু্গ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, উপদেষ্টা আব্দুস সালাম, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য গিয়াসউদ্দিন মানুম প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন