সরকারের লক্ষ্য বিএনপিকে নির্মূল করা : বিএনপি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাককে পাশ কাটাতে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ রোববার এক প্রতিবাদ সভায় দলের জ্যেষ্ঠ নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, দেশকে বিরোধীদল শূন্য করতে বিএনপির শীর্ষ পর্যায়ের সব নেতাকেই সাজা দেওয়া হতে পারে।
অর্থপাচার মামলায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ডাদেশ দেওয়ার পরিপ্রেক্ষিতে এই প্রতিবাদ সভার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। সভায় বিএনপি নেতারা বলেন, সরকারের লক্ষ্য বিএনপিকে নির্মূল করা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তারেক রহমান সাহেবকে এ রায় দেওয়া হচ্ছে শেষ পর্যায়। এখন এক এক করে কেবল কেন্দ্রীয় শীর্ষ নেতা নয়, গ্রাম পর্যায়ের নেতাদেরও তারা বিচারে নিয়ে আসবে। ইতিমধ্যেই তিনটি ট্রাইবুন্যাল করা হয়েছে। একটা ঢাকায়, একটা চট্টগ্রামে, একটা রাজশাহীতে। গ্রাম পর্যায়ের বিএনপি নেতাদের মামলাগুলো ট্রাইবুন্যালে নেওয়া হচ্ছে। অর্থাৎ অতিদ্রুত তারা মামলাগুলো শেষ করার জন্য তারা ব্যবস্থা নিয়েছে।’
মির্জা ফখরুল আরো বলেন, ‘আওয়ামী লীগ জাতীয় ঐক্যে বিশ্বাস করে না। এই উগ্রবাদ, সন্ত্রাসকে তারাই প্রশ্রয় দিচ্ছে।’ তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, সমগ্র বিশ্ব বাংলাদেশের সঙ্গে আছে। অবশ্যই সমগ্র বিশ্ব বাংলাদেশের মানুষের সঙ্গে আছে এবং থাকবে। একজন স্বৈরাচারী, এক নায়ক এবং এ দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য যারা কাজ করছে তাদের সঙ্গে বিশ্ববাসী শেষ পর্যন্ত থাকবে না।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া ডাক দিয়েছেন এ জঙ্গিবাদকে রুখার জন্য, এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জাতীয় ঐক্যের। তখনই সরকার আরেকটি কৌশল নিয়েছে আমাদের ভবিষ্যৎ কাণ্ডারি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দিয়ে আজ জনগণের দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যেতে চায়।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আব্দুল্লাহ আল নোমান, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন