বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নির্বাচনী বিধি লঙ্ঘন

সরকার প্রধানের হস্তক্ষেপ চাইবে ইসি

আসন্ন পৌরসভা নির্বাচনে জনপ্রতিনিধিদের আচরণবিধি অনুসরণে সরকার প্রধানের হস্তক্ষেপ চাইবে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে বিএনপি’র নিয়মিত সমালোচনাকে অযথা দোষারোপ বলে মনে করছে।

রোববার রাজধানীর শেরেবাংলানগরস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ তার নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

সরকারদলীয়রা আইনশৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘন করছেন— এমন অভিযোগের মুখে নির্বাচন কমিশনার সরকার প্রধানকে আচরণবিধির বিষয়টি দেখতে বলেন।

শাহ নেওয়াজ বলেন, ‘যারা সরকারে আছেন, তারা অন্যদের চেয়ে বেশি দায়িত্বশীল হবেন এটাই আশা করব। বর্তমানে যারা সরকারের বিভিন্ন পর্যায়ে রয়েছেন এবং নির্বাচিত, তাদের অনুরোধ করব— তারা যেন আমাদের সহযোগিতা করেন। এখানে সরকারের ভাবমূর্তির প্রশ্ন আছে। যদিও আমরা নির্বাচন কমিশন আলাদা, তারপরও সরকার থাকা অবস্থায় নির্বাচন করছি। তাই সরকারের ভাবমূর্তির প্রশ্ন উঠবে। সেই কারণে যিনি সরকারপ্রধান, তাকেও বলব বিষয়টি দেখার জন্য।’

সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনাদের মাধ্যমে বলব, সরকারে যারা আছেন, তারা যেন আমাদের সহযোগিতা করেন। আমাদের যেন অপ্রস্তুত না করেন এবং নিজেরাও যেন অপ্রস্তুত না হন।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে শাহ নেওয়াজ বলেন, ‘এখন পর্যন্ত আমরা যা রিপোর্ট পেয়েছি, আপনারা এমন কিছু দেখেননি যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে গেছে। আমাদের রিটার্নিং কর্মকর্তা অনিয়ম দেখেছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।’

নির্বাচনী বিধি লঙ্ঘনের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘যারা ব্যবস্থা নেবেন না। আমি স্পষ্ট করে বলতে চাই, যারা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেবেন না, তাদের বিরেুদ্ধে আমরা ব্যবস্থা নেব।’

রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা তাদের আশ্বস্ত করতে চাই, আপনারা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমরা পূর্ণ সহযোগিতা করব। ব্যবস্থা নিতেই হবে। কেউ না নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

রিটার্নি কর্মকর্তাদের কোনো গাফিলতি রয়েছে কিনা— জানতে চাইলে ইসি বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ যে পরিমাণ পাওয়ার কথা, সে পরিমাণে পাওয়া যাচ্ছে না। এ কারণে বৈঠকে তাদের অত্যন্ত খোলামেলা করে বলেছি। তাদের বলেছি, এগুলো জাতীয় দায়িত্ব, সঠিকভাবে পালন করুন।’

তিনি বলেন, ‘কেউ আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি এড়িয়ে গেলে, সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং নেব।’

ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপে পুলিশপ্রধান যে সুপারিশ করেছেন সে ক্ষেত্রে কমিশনের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘বৈঠকে সুবিধা-অসুবিধার কথা বিভিন্ন কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে। সেখানে বলেছি, তারা যেন এলোমেলোভাবে না যান। সাংবাদিকরা আগে যেভাবে যেতেন, সেভাবেই যাবেন। তবে অন্যদের সুযোগ দেবেন।’

বৈঠকে উত্তরাঞ্চলে জঙ্গি আশঙ্কার কথা বলা হয়েছে, সেক্ষত্রে কমিশন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেবে কিনা— জানতে চাইলে তিনি বলেন, ‘গোয়েন্দারা জানিয়েছে, কোনো আশঙ্কা নেই। তবে আশঙ্কার ঘটনা ঘটলে তারা ব্যবস্থা নেবে।’

উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচনের ভোটকেন্দ্র দখলের ঘটনা ঘটেছে, এক্ষেত্রে কমিশন কী ব্যবস্থা নেবে— জানতে চাইলে শাহ নেওয়াজ বলেন, ‘ভোটকেন্দ্র দখল হোক, এটা আমরা চাই না। কাউকে প্রশ্রয়ও দেই না।’

‘আমরা কঠিনভাবে বলে দিয়েছি, যেন কোনো ধরনের ছাড় দেওয়া না হয়।’ যোগ করেন তিনি।

তিনি বলেন, ‘কিছু কিছু লোক আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা করছে, আগে সেগুলো লক্ষ্য করা হয়নি। অভিজ্ঞতা হোক বা পরিবেশের কারণেই হোক, এখন শক্ত ব্যবস্থা নিতে পিছপা হব না।’

বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, ইসি পক্ষপাতিত্ব ভূমিকা পালন করছেন— এমন অভিযোগের ভিত্তিতে তিনি বলেন, ‘আপনারা নিজেরা দেখেছেন, আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি, বিভিন্ন সময় নিরপেক্ষতার জন্য চরম চেষ্টা করে যাচ্ছি। এখনো করছি।’

তিনি আরও বলেন, ‘তারপরও কোনো দল অভিযোগ করলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের দেশে একটা নিয়ম হয়ে গেছে যে, যারা চাপ সৃষ্টি করতে চায়, তারা অযথা নির্বাচন কমিশনকে দোষারোপ করার চেষ্টা করে। তারা মনে করে, নির্বাচন কমিশন চাপে পড়বে। তাদের জ্ঞাতার্থে বলতে চাই, আমরা কোনো ধরনের চাপ সহ্য করব না। আমরা আমাদের মতোই চলব।’

এই সংক্রান্ত আরো সংবাদ

উপদেষ্টা মাহফুজ: সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করুন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন,“গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থেবিস্তারিত পড়ুন

বড় ব্যবধানে অ্যান্টিগা টেস্টে হারলো বাংলাদেশ

চতুর্থ দিনেই অ্যান্টিগা টেস্টের ফল কোন দিকে গড়াচ্ছে, তা নির্ধারণবিস্তারিত পড়ুন

কিশোরগঞ্জে মা-বাবা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন

  • চট্টগ্রামে আইনজীবী হত্যা, ঢাবিতে গায়েবানা জানাজা
  • বাংলাদেশের উপ-রাষ্ট্রপতি এবং উপ-প্রধানমন্ত্রী সম্পর্কে আপনি কতটুকু জানেন?
  • পররাষ্ট্র মন্ত্রণালয়: চিন্ময় দাসকে নিয়ে ভারতের বিবৃতিতে ভুল তথ্য ছড়ানো হচ্ছে
  • রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
  • জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে ‍সুবিধা পাওয়া যাবে
  • ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
  • শাকিব: আমার ক্যারিয়ারের সব বিগ হিট সিনেমা ঈদ ছাড়াই এসেছে
  • এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সংস্কার শেষে ৬৫.৯%
  • ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষ
  • ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু
  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পরামর্শ কমিশনের
  • দেশের সংকটে যে সমাধান দেখছেন তারেক রহমান