‘সরকার বিচার বিভাগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে চাইছে’
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন খোকন বলেছেন, সুপ্রিমকোর্ট বিচারক (তদন্ত) আইন-২০১৬ এর মাধ্যমে সরকার বিচারবিভাগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে চাইছে।
বুধবার দুপুরে সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহবুবউদ্দিন খোকন বলেন, এই আইনটি পাস হলে তা হবে সংবিধান পরিপন্থী। এটি স্বাধীন বিচারকার্য পরিচালনায় বাধার সৃষ্টি করবে।
তিনি বলেন, বিচাররকরা যাতে ন্যায়বিচার করতে না পারেন, সরকারের বিপক্ষে যেন রায় দিতে না পারেন- এজন্য এমন একটি আইন পাসের উদ্যোগ নিয়েছে সরকার।
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, আইনটি পাস করার আগে জনমত যাচাই করা উচিত। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি, সিনিয়র আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞদের মতামত নেয়া জরুরি।
বিচার বিভাগকে সম্পূর্ণভাবে আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণমুক্ত করে বিচার বিভাগ সচিবালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন বলেও মত দেন তিনি।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল বাংলাদেশ সুপ্রিমকোর্ট বিচারক (তদন্ত) আইন-২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন