মঙ্গলবার, মে ১৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ৩৫

নির্বাচন পরবর্তী সহিংসতায় মাগুরার সদর উপজেলায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ৪ পুলিশসহ অন্তত ৩৫ আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ১৫টি দোকানসহ বাড়ি-ঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

বুধবার সকালে উপজেলার মঘি ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান,পুলিশ সদস্য আবুল কালাম, ইব্রাহিম আলী, মেহেদী হাসান। বাকিরা হলেন, তারা বিবি (৬৫), শাহারুল ইসলাম (৩৫), বাচ্চু (২২), হারুন (৪০), মেঘনা আক্তারসহ ৩০জন।

সদর হাসপাতালে ভর্তি মহিষাডাঙ্গার শাহরুল ইসলাম,তারা বিবিসহ অন্যরা জানান,গত ৩১ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মঘি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শওকত আলী মঘি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বর নির্বাচিত হন। জয় পরাজয় নিয়ে তার সাথে প্রতিদ্বন্দ্বি প্রার্থী অপর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইমদাদুর রহমানের সমর্থকদের উত্তেজনা চলছিল। এরই এক পর্যায়ে বুধবার (২৭ এপ্রিল) সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় খবর পেয়ে পুলিশ সেখানে এলে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পড়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান সহ চার পুলিশ সদস্য আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬০ রাউন্ড রাবার বুলেট ছুড়লে ২ জন গুলিবিদ্ধসহ প্রায় ৩০ গ্রামবাসী আহত হয়। আহতদের মধ্যে ৪ পুলিশ সদস্যসহ তারা বিবি (৬৫), শাহারুল ইসলাম (৩৫), বাচ্চু (২২), হারুন (৪০), মেঘনা (৫০) নামে ৫ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

মঘি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই জানান, উভয় পক্ষই সামাজিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পান খেয়ে পিক ছোঁড়ার ঘটনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে এ সংঘর্ষ হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬০ রাউন্ড বুলেট ছুড়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

মাগুরায় কৃমির ওষুধ খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ!

মাগুরা সদর উপজেলার কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী শ্বাসকষ্ট ওবিস্তারিত পড়ুন

মাগুরায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা বেলনগর এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখমুখিবিস্তারিত পড়ুন

মাগুরায় গাছের সঙ্গে মাইক্রোর ধাক্কা, নিহত ৩

মাগুরায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন যাত্রীবিস্তারিত পড়ুন

  • মাগুরায় ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  • মাগুরা জেলা ইজতেমা শুরু ৫ জানুয়ারি
  • ডাস্টবিনে কুকুরে খাচ্ছিল অজ্ঞাত নবজাতকের লাশ
  • মাগুরায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
  • বাঁচতে চান নয়ন
  • মাগুরায় নৌকায় প্রকাশ্যে সিল, বিদ্রোহী প্রার্থীর ভোট বর্জন
  • রাতের খাবার খেয়ে পরিবারের সাতজন অচেতন
  • বিএনপি-আওয়ামী লীগের সমর্থকদের সংঘর্ষে আহত ১০
  • মাগুরায় হাত-পা বেঁধে ফ্লিম স্টাইলে ৪র্থ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ
  • মাগুরাতেই বায়েজিদের মতো আরেক ‘বৃদ্ধ শিশু’
  • মাথা ন্যাড়া করে খালেদা-তারেকের প্রতি শ্রদ্ধা ও ভক্তি প্রদর্শন!
  • মাগুরায় ‘বৃদ্ধ’ শিশুর জন্ম