সলমন খানের আবেদন মঞ্জুর রাজস্থান হাইকোর্টের
বলিউড অভিনেতা সলমন খানের আবেদন মঞ্জুর করল রাজস্থান হাইকোর্ট। কালো হরিণ শিকার মামলা সংক্রান্ত সমস্ত নথিপত্র সলমন খানের আইনজীবীকে দেখানোর জন্য সরকারি আইনজীবীকে নির্দেশ দিল আদালত।
আদালত সূত্রের খবর, ১৯৯৮ সালে কালো হরিণ শিকার সংক্রান্ত মামলায় অভিযুক্ত সলমন খান। এই মামলা সংক্রান্ত যে সমস্ত নথিপত্র তাঁর বিরুদ্ধে রয়েছে, তা তাঁকে দেখানোর জন্য সম্প্রতি রাজস্থান হাইকোর্টে আবেদন করেন সল্লু মিঞা। তার পরিপ্রেক্ষিতে সোমবার ওই মামলার শুনানি হয়। তারপর মঙ্গলবার সলমনের আবেদন মঞ্জুর করে হাইকোর্ট।
এদিন হাইকোর্টের পক্ষ থেকে এই মামলার সরকারি আইনজীবীকে নোটিশও পাঠানো হয়। সলমন খানের আইনজীবী এইচ এম সারাসওয়াত জানান, কালো হরিণ শিকার সংক্রান্ত মামলায় সলমন খানের বিরুদ্ধে যে সমস্ত নথি সরকারি আইনজীবীর কাছে রয়েছে, তা অবিলম্বে তাঁদের দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে এই নোটিশে।
‘দাবাং খান’-এর এই আবেদনটি মঞ্জুর হলেও অস্ত্র আইনের অধীনে এরকম আরেকটি আবেদন খারিজ করে দিয়েছেন যোধপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। চার সাক্ষীর অনুপস্থিতির কারণেই এই মামলার আধীনে সলমনের আবেদনটি খারিজ করা হল বলে যোধপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন