সাংবাদিকদের সঙ্গে রায়নার এ কেমন মজা!

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পরই ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সংবাদ সম্মেলনে এক সাংবাদিককে কাছে ডেকে নিয়ে মজা করেছিলেন।
ওই সাংবাদিক ধোনিকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি অবসর নিচ্ছেন কবে। ধোনি তখন সেই সাংবাদিককে কাছে ডেকে এনে জিজ্ঞাসা করেন, আপনার কী মনে হচ্ছে, আমি কি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারব?
তখন সেই সাংবাদিক বলেন, হ্যাঁ। আর ধোনি তখন বলেন যে, আপনিই তো নিজের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন।
এবার সংবাদ সম্মেলনে ধোনিকেও ছাপিয়ে গেলেন তাঁর দীর্ঘ দিনের সতীর্থ সুরেশ রায়না। গতকাল মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে রায়নাকে এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন, দেশি কোচ নাকি বিদেশি কোচ, আপনার পছন্দ কোনটা। জবাবে রায়না বলেন, আপনি কি আপনার নিজের স্ত্রীর সঙ্গে ভালো আছেন, নাকি অন্য কারও সঙ্গে ভালো থাকবেন।
রায়নার এই উত্তরের পর সাংবাদিক সম্মেলনে হাসির ফোয়ারা ওঠে। রায়নার উত্তরে বোঝা যায়, দেশীয় কোচই তার প্রথম পছন্দ। পরে অবশ্য তিনি বলেন, কোচ নিয়োগের কাজ বোর্ডের। নতুন কোচ যিনিই হোন তাতে আমার কোনও আপত্তি থাকবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন