সাংবাদিক মারধর, ছাত্রলীগের ৩ জন জাবি থেকে বহিষ্কার
কর্মরত এক সাংবাদিককে মারধরের অপরাধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের তিন নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে প্রশাসন। শুক্রবার রাতে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জাবি ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক মহিতোষ রায় টিটোকে (ইতিহাস-৪০ ব্যাচ) দুই বছরের জন্য, সহসম্পাদক জি এম ইকরামউদ্দিন অমি (মার্কেটিং-৪০ ব্যাচ) এবং ছাত্রলীগ কর্মী ইকরাম নাহিদকে (পরিসংখ্যান-৪৩ ব্যাচ) ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের ওই সময়ের জন্য বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত ৮ জুন রাতে এক তরুণীর অপহরণকারীকে বাঁচানোর চেষ্টায় বাধা দিলে বিশ্ববিদ্যালয়ের ফটকের কাছে বহিষ্কৃতদের নেতৃত্বে অন্তত ১০-১২ জন ছাত্রলীগকর্মী বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শফিকুল ইসলামকে পিটিয়ে জখম করে।
বিচারের দাবিতে ঘটনার পর থেকেই আন্দোলন করে আসছিলেন সাংবাদিকরা। মারধরের ঘটনায় ১০-১২ জন অংশ নিলেও মাত্র তিনজনকে বহিষ্কার করায় অসন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন