সাইকেলটি ভাঁজ করা যাবে ছাতার মতো
বাই সা্ইকেল ছাতার মতো ভাঁজ করে রাখা যাবে! এমনটি কেউ কি ভেবেছেন? এটাও কি সম্ভব? ভাবছেন হয় তো, সম্ভব না। কিন্তু সম্ভব। বাই সাইকেল সত্যি সত্যিই ছাতার মত করে ভাঁজ করে রাখা যাবে। সম্প্রতি এমন একটি সাইকেল ইতালিতে পাওয়া গেছে। যা ওই দেশটিতে সাদা বাইক’ হিসেবে সুখ্যাতি পেয়েেছে। এটি এমন এক সাইকেল যা ভাঁজ করলে দেখতে ছাতার মত লাগবে। ফলে এটি বগলদাবা করে বহন করা যাবে। এটি তৈরি করেছে সাদা নামের একটি প্রতিষ্ঠান। এই কনসেপ্ট বাইকটি তৈরি করেছে ইতালির একদল সাইকেল ইঞ্জিনিয়াররা। এটি ভাঁজ করে অনায়াসে কাঁধে করে বহন করা যাবে। গাড়ির ব্যাকডালাতে করে ভরে নিয়ে ভ্রমণে যাওয়া যাবে। ভাঁজ করা অবস্থায় সাইকেলটির সিটের ওপর হালকা চাপ দিলেই পুরোদস্তুর সাইকেলের আকার নেবে। সাইকেলটির উদ্ভাবনকারীরা জানিয়েছে, খুব শিগগিরই এই সাইকেলটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা হবে। ২০১০ এ এই সাইকেল বানানোর ধারণা উপস্থাপন করে ইতালির রোমের যুব মন্ত্রণালয়ে আয়োজিত ’দ্য বেস্ট ইনোভেটিভ থিসিস ২০১০’ এর প্রথম শ্রেণিবদ্ধ ‘আইডিয়া টু’ পুরস্কার পেয়েছে এটির উদ্ভাবনকারীরা। এই কৃতিত্বের দাবীদার কনগ্রেস অব অর্ডাস অব ইঞ্জিনিয়ার্স অব ইটালি। এই সাইকেলের ব্যাকপ্যাকটা এমন ভাবে বানানো হয়েছে যাতে সাইকেলের চাকাসহ পুরো কাঠামো একসঙ্গে ভরে রাখা যায়। ব্যাকপ্যাকটি দেখতে একই সুন্দর এবং ছোট যে এটিকে নিয়ে গাড়ি কিংবা বিমানেও চড়া যাবে। এই সাইকেলটিকে পৃথিবীর সবচেয়ে ছোট ভাঁজযোগ্য সাইকেল হিসেবে দাবী করা হচ্ছে। সাইকেলের সকল পার্টস আলাদা আলাদা ভাবে খোলা যায়। যেসব দেশে সাইকেল চোরের উপদ্রব বেশি সেসব দেশের সাইকেল আরোহীদের দুশ্চিন্তামুক্ত করতে এই সাইকেল ভুমিকা রাখবে বলে এটির উদ্ভাবনকারীরা জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন