সাইফের ছেলে শ্রীদেবীর মেয়েকে নিয়ে তৈরি হচ্ছে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর সিক্যুয়েল?
বহুদিন ধরেই শোনা যাচ্ছে কর্ণ জোহর নাকি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির সিক্যুয়াল বানাবেন। তবে এবার আলিয়া ভাট্ট আর সিদ্ধার্থ মালহোত্র বা বরুণ ধবন থাকবেন না এই ছবিতে। বলিউডে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল কর্ণ জোহর নাকি শাহরুখ খানের ছেলে আরিয়ানকে লঞ্চ করবেন এই ছবি দিয়ে। শুধু আরিয়ান নয়, শাহিদ কাপূরের ভাই ঈশানের কথাও নাকি ভাবা হচ্ছিল এই ছবির জন্য।
সম্প্রতি বি-টাউনের একটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, এই ছবিতে নাকি ডেব্যু করতে চলেছে সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম। ইব্রাহিমের বয়েস ১৫ বছর। কিন্তু সাইফ নাকি মনে করছেন এটাই ছেলেকে লঞ্চ করার ‘পারফেক্ট টাইম’। এদিকে ইব্রাহিমের বিপরীতে নাকি শ্রীদেবীর মেয়ে খুশির কথা ভাবা হচ্ছে।
সম্প্রতি কর্ণ নিজেই জানিয়েছেন এ ছবিতে উনি আরিয়ানকে লঞ্চ করছেন না। তাই ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির সিক্যুয়ালে ইব্রাহিম-খুশীর থাকার জল্পনাটা আরও জোরালো হচ্ছে। তবে পাকা খবর জানাবেন কর্ণ নিজেই। আর তার জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন।
সূত্র: আনন্দবাজার
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন