সাকার ফাঁসি বন্ধে হাসিনাকে চিঠি দিয়েছিলেন ইমরান!
সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড মওকুফ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রধান ইমরান খান।
মঙ্গলবার দেশটির ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার শেখ হাসিনার কাছে ওই চিঠিটি পাঠান ইমরান খান। চিঠিতে পিটিআই প্রধান ইমরান খান লিখেছিলেন, ‘যদি এই মৃত্যুদণ্ড স্থগিত করা হয় তবে তা শুধু আমাদের এই অঞ্চলই নয় বিশ্বব্যাপী শান্তি ও বিচার প্রতিষ্ঠায় বৃহত্তর ভূমিকা রাখবে।’
ইমরান খান জানান, একাত্তরে সালাউদ্দিন কাদের চৌধুরী পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন সে প্রমাণ তার কাছে আছে।
প্রসঙ্গত, গত শনিবার মধ্যরাতে মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়। ফাঁসি কার্যকরের পর পাকিস্তান সরকারের পক্ষ থেকে কড়া সমালোচনা করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এছাড়া পাকিস্তান জামায়াতে ইসলামীও বিভিন্ন কর্মসূচি পালন করে। পাকিস্তানের এই প্রতিক্রিয়া ক্ষুব্ধ হয় বাংলাদেশ সরকার। পাকিস্তান হাই কমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভবিষ্যতে দেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে নাক না গলাতে পাকিস্তানকে সাবধান করে দিয়েছে বাংলাদেশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন