সাকিবদের দল নির্বাচনে প্রভাব থাকে না শাহরুখের
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ- আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান দলের একাদশ সাজাতে কোনো অবদান রাখেন না বলে মন্তব্য করেছেন দলটির অধিনায়ক গৌতম গম্ভীর। সম্প্রতি নিজ দলের মালিকের ব্যাপারে এমন কথা জানান দীর্ঘদিন ধরে কলকাতার অধিনায়কত্ব করে আসা এই ক্রিকেটার।
আইপিএলের প্রথম আসর থেকেই টুর্নামেন্ট মাতিয়ে আসছে বলিউড তারকা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। লম্বা এই সময়ে বেশ কয়েকবার অভিযোগ উঠেছে, কলকাতার দল নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে শাহরুখের। একজন অভিনেতা হিসেবে তার এমন ভূমিকা কতটুকু যৌক্তিক এ নিয়েও প্রশ্ন উঠেছে বেশ কয়েকবার।
তবে গম্ভীর সেই অভিযোগ একেবারেই উড়িয়ে দিলেন। তিনি বলেন, ‘গত ৭ আসর ধরে আমি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছি। এই সময়ে কখনই আমি শাহরুখ খানকে দল নির্বাচন নিয়ে কথা বলতে দেখিনি, যদিও বেশ কয়েকবার এমন গুজব আমার কানে এসেছে।’
এবারের আসরে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলে কলকাতা জিতেছে ৪টিতে। যদিও একবারও মাঠে নামা হয়নি বাংলাদেশী সমর্থকদের আইপিএলে আগ্রহের কেন্দ্রবিন্দু বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসানের। একাদশ নির্বাচন নিয়ে তাই কলকাতার সমর্থকদের বড় একটা অংশের মধ্যে চলছে কানাঘুষা।
তবে গম্ভীর জানালেন, ক্রিকেট নিয়ে কথা বলতেই পছন্দ করেন না শাহরুখ! তিনি বলেন, ‘শাহরুখ আমার সাথে ক্রিকেট নিয়ে আলোচনা করতে পছন্দ করেন না। দলের স্বার্থে যেকোনো সিদ্ধান্ত নিতে তিনি আমাদের নির্দেশ করেছেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন