সাকিবদের স্পিনকে যত ভয় ইংল্যান্ডের
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় বেন ডাকেটের। আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের প্রথম সিরিজেই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। ইংলিশদের মিডলঅর্ডারে নির্ভরতার আভাস দিচ্ছেন তিনি। টাইগারদের বিপক্ষে টেস্টেও অভিষেক হতে পারে তার।
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের স্পিনারদের সমীহ করছেন ডাকেট। তার মানে, সাকিব-তাইজুলদের স্পিনকে ভয় পাচ্ছে ইংল্যান্ড। হ্যাঁ, ঘরের মাঠে স্পিন শক্তিকেই যে কাজে লাগাতে চাইছে বাংলাদেশ। সে হিসেবেই হয়তো ইংলিশদের সাবধানী বাণী শোনালেন ডাকেট।
স্কাই স্পোর্টসকে ডাকেট বলেন, ‘আমি এখানে খুব বেশি স্পিন মোকাবেলা করিনি। সিরিজ হওয়ার আগে নেটে প্রাকটিস করবো, স্পিনারের মুখোমুখি হবো। কারণ প্রস্তুতি ম্যাচে প্রথম সেশনে পেস বোলারদের বিপক্ষে খেলেছি। এখানে বাংলাদেশের স্পিনারদের মোবাবেলা করা চ্যালেঞ্জই হবে।’
এদিকে, দলের সুবিধার্থে যে কোনো পজিশনে খেলতে প্রস্তুত ডাকেট। বলেন, ‘ইংল্যান্ডের হয়ে খেলা আমার কাছে স্বপ্নের মতোই। দলের স্বার্থে যে কোনো পজিশনে আমি খেলতে পাবরো। আমি তৈরি আছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন