সাকিবের আউট নিয়ে মাশরাফির মন্তব্য
গতকাল শুক্রবার মিরপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে জিততে হেরেছে বাংলাদেশ। মাত্র ৩৯ রানের প্রয়োজন ছিল ৫২ বল থেকে, হাতে ছিলো ছয়টি উইকেট। সাকিব করেছেন ৭৯ রানের দারুণ ইনিংস। এরপরও দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আউট নিয়ে মন্ত্য করেছেন অধিনায়ক মাশরাফি।
মাত্র ৬.৩ ওভারের ব্যবধানে ১৭ রানে ছয় উইকেট হারায় টাইগাররা। জেতা ম্যাচে হেরে গেল বাংলাদেশ। কেন? নানা বিশ্লেষণ চলছে।
তবে ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি মর্তুজার কথার বিশেষ গুরুত্ব রয়েছে। তিনি বলেছেন সাকিব আল আউটের কথাও। তার আউটের পরই ম্যাচের গতি পাল্টে যায় অবিশ্বাস্য গতিতে।
মাশরাফি বলেন, সাকিব যখন বাউন্ডারির বন্যা বইয়ে দিচ্ছিলেন, তখন তাকে স্লো হতে বলা কঠিন ছিল। তবে তার হাতে ক্র্যাম্প ছিল। এতে করে তাকে স্ট্রাইক থেকে বিরত থাকাটাই ছিল স্বাভাবিক। আর তা হলে এমনটিতেই খেলা হয়ে যেতে ভিন্ন রকম।
তবে, মাশরাফি সাকিব বা অন্য ব্যাটসম্যানদের দায়ী করছেন না।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন