সাকিবের স্বপ্ন ২০১৯ বিশ্বকাপ জেতা
বর্তমানে আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার জানিয়েছেন তার স্বপ্নের কথা। আর তা হলে বিশ্বকাপ জেতা।
ক্রিকেটে সাকিব আল হাসানের স্বপ্নের কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “বিশ্বকাপ। ”
একটি টেস্ট সিরিজ জেতা নাকি বিশ্বকাপ জেতা- এমন প্রশ্নের জবাবেও বিশ্বকাপ বলেন সাকিব। এক নম্বর দলের সঙ্গে তাদের মাটিতে টেস্ট সিরিজ জেতার চাইতেও বিশ্বকাপ জেতা বেশি আকাঙ্ক্ষিত সাকিবের কাছে।
সম্প্রতি অর্জুনা রানাতুঙ্গা বলেছেন ২০২৩ সালে বাংলাদেশ বিশ্বকাপ জিততে পারে। তবে সাকিব মনে করছেন ২০১৯ সালে জেতার সম্ভাবনাও রয়েছে। সাকিব বলেন, “প্রস্তুতি বেশ ভাল চলছে। আমার মনে হয় ২০১৯ বিশ্বকাপেও আমাদের একটা ভালো সুযোগ আছে। আমরা যেভাবে উন্নতি করছি, সামনের বিশ্বকাপে আমরা খুব প্রতিদ্বন্দী দল হিসেবে থাকবো। ”
ক্রিকেটের দুঃস্বপ্ন নিয়েও কথা বলেন সাকিব। ক্রিকেট ক্যারিয়ারের অতীতের কোনো কিছু যদি মুছে ফেলতে চান তাহলে তা হবে পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুইটি ম্যাচ। দুইটি ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়েও পারনি বাংলাদেশ। সাকিব বলেন, “আহ! আসলে এরকম দুইটা আছে। একটা হলো পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপ ফাইনাল। ম্যাচটা আমরা দুই রানে হেরে যাই। অন্যটা ভারতের বিপক্ষে টি-২০ বিশ্বকাপের ম্যাচ। ”
চলতি আইপিএলে এখন পর্যন্ত মাত্র একটি মাঠে নেমেছেন সাকিব। মাঠের বাইরে থাকলে পরিবারকে সময় দেন তিনি। সাকিব বলেন, “আমি আমার মেয়ে ও পরিবারের সাথে সময় কাটাই। আমি যখন মাঠে খেলি না তখন মেয়ের সাথে খেলতে থাকি। ”
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন