সাকিব-মুশফিকের করাচির বোপারাময় জয়
পাকিস্তান সুপার লিগে রবি বোপারার অলরাউন্ড নৈপুণ্যে লাহোর কালান্দার্সকে হারিয়েছে সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের দল করাচি কিংস। করাচির জয়টি ২৭ রানের।
শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান করে করাচি কিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করে অপরাজিত থাকেন বোপারা। তার ৪৩ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কার মার।
আগের ম্যাচে ব্যাট হাতে এক রান করা সাকিব এদিনও ভালো করতে পারেননি। ৯ বলে ৯ রান করেন তিনি। টুর্নামেন্টে প্রথমবারের মতো একাদশে সুযোগ পাওয়া মুশফিক ৭ বলে এক চারের সাহায্যে অপরাজিত ১০ রান করেন।
১৭৯ রান তাড়া করতে নেমে গেইল আর ক্যামেরন ডেলপোর্টের ব্যাটে শুরুটা ভালোই করেছিল লাহোর। ১১ ওভারে উদ্বোধনী জুটিতে ৯৮ রান তোলেন তারা। কিন্তু ৯৮ থেকে ৯৯, ১ রানের মধ্যেই ডেলপোর্ট ও গেইলসহ ডোয়াইন ব্রাভোর উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।
উসমান মিরের বলে ডেলপোর্টকে (৫৫)স্টাম্পড করেন মুশফিক। এরপর থেকে শুরু হয় বোপারা-জাদু। একই ওভারে গেইল (৩৭) ও ব্রাভোকে (০) বিদায় করেন এই মিডিয়াম পেসার।
এরপর নিজের তৃতীয় ওভারে এসে ৪ বলের মধ্যে ৩ উইকেট তুলে নেন বোপারা। তার বলে একে একে সাজঘরে ফেরেন মোহাম্মদ রিজওয়ান, হাম্মাদ আজম ও নাভেদ ইয়াসিন। নিজের শেষ ওভারে এসে উমর আকমলকেও ফেরান ‘ইংলিশম্যান’। আর তার দারুণ বোলিংয়ে লাহোরও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫১ রানের বেশি করতে পারেনি।
৪ ওভার বল করে মাত্র ১৬ রানের বিনিময়ে ৬ উইকেট নেন বোপারা, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা বোলিংও। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, সাকিবকে এদিন বলই দেননি করাচির অধিনায়ক শোয়েব মালিক!
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন