সাকিব-মুশফিক ফিরেছেন, ভরসা এখন তামিম

ডাবলিনে আইরিশ পেস বোলিং আগুণে পুড়ছে বাংলাদেশের ব্যাটিং। মুশফিকের পর ফিরে গেছেন সাকিব আল হাসান। ৭০ রানে নেই চার উইকেট।
শুরুতে সৌম্য (৫)ও সাব্বির (০) ফিরে গেলেও সবুজ উইকেটে দারুণ ধৈর্য দেখান তামিম ইকবাল। কিন্তু তামিমকে সেভাবে কেউ সঙ্গ দিতে পারছেন না।
ব্যাট করতে নেমে অবশ্য লড়াইয়ের আভাস দিয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু ১৩ রানে ফিরেন মুশফিক।
এরপর দল তাকিয়ে ছিল সাকিবের দিকে। সারা বিশ্বেই তিনি ক্রিকেট খেলে বেড়ান। বিভিন্ন কন্ডিশনের সঙ্গে তিনি পরিচিত। কিন্তু ১৪ রান করে তিনিও বিদায় নেন।
সকালে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড। ম্যাচ শুরু আগে বৃষ্টি হওয়ায় ২২ মিনিট পর খেলা শুরু হয়। ডাবলিনে কনকনে ঠাণ্ডা। আকাশে ঘন মেঘ। উইকেটে সবুজ ঘাস। সব মিলিয়ে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা দিতে হচ্ছে।
সেই পরীক্ষায় তামিম ছাড়া অপাতত সবাই ফ্লপ। এ রিপোর্ট লেখার সময় ৩১ রানে ব্যাট করছিলেন তামিম। বাংলাদেশের রান তখন ৪ উইকেটে ৭৮ (১৬ ওভারে)।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন