রবিবার, জুলাই ৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাকিব-মেহেদীর আঘাতের পর এল বৃষ্টি

১ উইকেটে ১৭১ রান থেকে ২২০ রানে অল আউট! এই অবিশ্বাস্য কাহীনি বাংলাদেশের প্রথম ইনিংসের। যেখানে আছে ইংল্যান্ডের যম তামিম ইকবালের অষ্টম সেঞ্চুরি। ১০৪ রান। মুমিনুল হকের ৬৬। দ্বিতীয় উইকেটে তাদের ১৭০ রানের অসাধারণ জুটি। কিন্তু তারপর চা বিরতির আগে ও পরে ৪৯ রানে ৯ উইকেট নেই! ঢাকা টেস্টে ব্যাটসম্যানদের এই নিদারুণ কাণ্ডের পর বোলাররা ক্ষতে মলম দিতে চাইছেন। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ ৪২ রানে ইংল্যান্ডের ৩ উইকেট তুলে নিয়েছেন। কিন্তু এরপর নেমেছে বৃষ্টি। ১২.৩ ওভারে ইংল্যান্ডের ৫০ রানের সময় মাঠ ছেড়েছে দুই দল।

মেহেদী ও সাকিব দুই প্রান্ত থেকে নতুন বলে বোলিং শুরু করেন। ম্যাচে নিজের পঞ্চম বলেই বেন ডাকেটকে (৭) উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন বাঁ হাতি স্পিনার সাকিব। এরপর পঞ্চম ওভারে বাংলাদেশের সফল রিভিউতে মেহেদীর বলে এলবিডাব্লিউর শিকার হয়ে ফেরেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক (১৪)। একাদশ ওভারে মেহেদী তার দ্বিতীয় শিকার বানান গ্যারি ব্যালান্সকে (৯)। মুশফিক ক্যাচ নিলেন। চাপে পড়লো ইংল্যান্ড।

বাংলাদেশের ব্যাটিংয়ের পতন কল্পনাকেও হার মানায়। দারুণ এক টস জিতেছিলেন মুশফিকুর রহিম। কিন্তু তৃতীয় ওভারেই বাজে শট খেলে ইমরুল কায়েস আউট। দল ও তার রান তখন ১। এরপর তামিম ও মুমিনুলের ব্যাটিংয়ে খেলাটাকে দারুণ সহজ লাগে। তারা ১ উইকেটে ১১৮ রান নিয়ে লাঞ্চে যান। ৬৮ তামিমের। ৬০ বলে ফিফটি করেছিলেন ৭ বাউন্ডারিতে। ৪৪ মুমিনুলের।

লাঞ্চের আগে ৪৭ রানে তামিম রিভিউ নিয়ে বেঁচেছেন আম্পায়ার কুমার ধর্মসেনার দেওয়া আউট থেকে। বিরতি থেকে ফিরে এগিয়েছেন সেঞ্চুরির দিকে। চট্টগ্রামে ৭৮ রানে আউট হওয়ার আক্ষেপ ছিল। এবার তামিম ৯০ এর ঘরে ঢুকে দ্রুত সেঞ্চুরি করলেন মঈন আলিকে টানা দুই বাউন্ডারি মেরে। ১৩৯ বলে ১২ বাউন্ডারিত তোর সেঞ্চুরি। ১৪৭ বল খেলে ১০৪ রানে তিনি আউট পরের ওভারে মঈনের বলেই।

মঈনই ইনিংসে ৫ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন বাংলাদেশকে। ক্রিস ওকস ৩ ও বেন স্টোকস ২ উইকেট নিয়ে সেই ধ্বংসে হাত লাগিয়েছেন। তামিমের বিদায়ের পর তাসের ঘর যেন বাংলাদেশ। চা বিরতির আগে ৩৪ রানে নেই ৫ উইকেট। বাংলাদেশের বড় ইনিংস গড়ার সম্ভাবনা দ্রুতই মিলিয়ে যায়। বাকিদের মধ্যে কেবল মাহমুদ উল্লাহ (১৩) ও সাকিব আল হাসান (১০) দুই অংকে পৌঁছাতে পেরেছেন। মুশফিক ৪, সাব্বির ০, শুভাগত ৬ ও মেহেদী ১ রান করেন। চা বিরতির পর ৭.৫ ওভারে আর ১৫ রান তুলতেই বাকি ৪ উইকেট পড়ে। কি নিদারুণ ব্যাটিং!

এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!