সাজার মেয়াদ বাড়িয়ে পেট্রোলিয়াম বিল পাস

পেট্রোলিয়াম আমদানি, মজুদ ও পরিবহন, বিতরণ বা শোধনে আইন লঙ্ঘনের ক্ষেত্রে সাজার মেয়াদ বাড়িয়ে ‘পেট্রোলিয়াম বিল -২০১৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। এ আইনের আওতায় বিধিমালার মাধ্যমে পেট্রোলিয়ামের আমদানি, মজুদ ও পরিবহন নিয়ন্ত্রণ করা হবে।
রোববার ‘বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন অধ্যাদেশ’ রহিত করে বিলটি পাস হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি পাসের প্রস্তাব করেন। খবর- বাসসের
গত ২০ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বিলটি সংসদে তোলেন। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। গত বছরের জুলাই মাসে এটি মন্ত্রিসভার অনুমোদন পায়।
বর্তমানে পেট্রোলিয়াম আমদানি, মজুদ ও পরিবহনে কর্তৃপক্ষকে দুর্ঘটনার সংবাদ না দিলে সর্বোচ্চ তিন মাস কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। রোববার পাস হওয়া বিলে জরিমানার পরিমাণ ও সাজার মেয়াদ বাড়িয়ে সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। দ্বিতীয়বার একই অপরাধের ক্ষেত্রে শাস্তি দ্বিগুণ হবে।
এছাড়া পাস হওয়া বিলে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের পেট্রোলিয়াম আমদানি, মজুদ ও পরিবহনের বিষয়ে অনুসন্ধান ও জব্দ করার ক্ষমতা দেওয়া হয়েছে। ১৯৩৪ সালের পেট্রোলিয়াম আইনটি সামরিক শাসনামলে ১৯৮৬ সালে সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়। সেই অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করতেই বিলটি পাস হল।
বিলে পেট্রোলিয়াম করপোরেশনের অনুমোদিত মূলধন রাখা হয়েছে ১ হাজার কোটি। করপোরেশনের প্রয়োজন অনুসারে সরকার এ অর্থ দেবে।
রোববার পাস হওয়া বিল অনুসারে পেট্রোলিয়াম করপোরেশনে সরকার কর্তৃক মনোনীত একজন চেয়ারম্যানের নেতৃত্বে ৯ সদস্যের পরিচালনা পর্ষদ থাকবে বলে উল্লেখ রয়েছে। এছাড়া চট্টগ্রামে করপোরেশনের প্রধান কার্যালয় এবং প্রয়োজন অনুসারে সরকারের অনুমতি সাপেক্ষে দেশের যে কোনো স্থানে শাখা কার্যালয় স্থাপনেরও বিধান থাকছে।
পাশাপাশি করপোরেশনের পরিচালনা ও প্রশাসন, পরিচালনা পর্ষদ, চেয়ারম্যান ও পরিচালক নিযুক্তি এবং তাদের কার্যাবলী, পরিচালনা পর্ষদের সভা, করপোরেশনের কার্যাবলী, নতুন কোম্পানি গঠন, সংরক্ষিত তহবিল, হিসাব পরিচালন, বিনিয়োগ, শেয়ার বিক্রয়, বাজেট, জনবল কাঠামো, বার্ষিক প্রতিবেদনসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান রয়েছে বিলে।
রোববার জাতীয় সংসদে বিলটির ওপর জাতীয় পার্টির এমপি ফখরুল ইমাম, নুরুল ইসলাম ওমর, বেগম রওশন আরা মান্নান, সেলিম উদ্দিন ও স্বতন্ত্র সদস্য আব্দুল মতিন জনমত যাচাই এবং বিলটি বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনীর প্রস্তাব আনেন। কণ্ঠভোটে ৪টি সংশোধনী গ্রহণ এবং বাকীগুলো নাকচ হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন