সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাজার মেয়াদ বাড়িয়ে পেট্রোলিয়াম বিল পাস

পেট্রোলিয়াম আমদানি, মজুদ ও পরিবহন, বিতরণ বা শোধনে আইন লঙ্ঘনের ক্ষেত্রে সাজার মেয়াদ বাড়িয়ে ‘পেট্রোলিয়াম বিল -২০১৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। এ আইনের আওতায় বিধিমালার মাধ্যমে পেট্রোলিয়ামের আমদানি, মজুদ ও পরিবহন নিয়ন্ত্রণ করা হবে।

রোববার ‘বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন অধ্যাদেশ’ রহিত করে বিলটি পাস হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি পাসের প্রস্তাব করেন। খবর- বাসসের

গত ২০ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বিলটি সংসদে তোলেন। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। গত বছরের জুলাই মাসে এটি মন্ত্রিসভার অনুমোদন পায়।

বর্তমানে পেট্রোলিয়াম আমদানি, মজুদ ও পরিবহনে কর্তৃপক্ষকে দুর্ঘটনার সংবাদ না দিলে সর্বোচ্চ তিন মাস কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। রোববার পাস হওয়া বিলে জরিমানার পরিমাণ ও সাজার মেয়াদ বাড়িয়ে সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। দ্বিতীয়বার একই অপরাধের ক্ষেত্রে শাস্তি দ্বিগুণ হবে।
এছাড়া পাস হওয়া বিলে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের পেট্রোলিয়াম আমদানি, মজুদ ও পরিবহনের বিষয়ে অনুসন্ধান ও জব্দ করার ক্ষমতা দেওয়া হয়েছে। ১৯৩৪ সালের পেট্রোলিয়াম আইনটি সামরিক শাসনামলে ১৯৮৬ সালে সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়। সেই অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করতেই বিলটি পাস হল।

বিলে পেট্রোলিয়াম করপোরেশনের অনুমোদিত মূলধন রাখা হয়েছে ১ হাজার কোটি। করপোরেশনের প্রয়োজন অনুসারে সরকার এ অর্থ দেবে।
রোববার পাস হওয়া বিল অনুসারে পেট্রোলিয়াম করপোরেশনে সরকার কর্তৃক মনোনীত একজন চেয়ারম্যানের নেতৃত্বে ৯ সদস্যের পরিচালনা পর্ষদ থাকবে বলে উল্লেখ রয়েছে। এছাড়া চট্টগ্রামে করপোরেশনের প্রধান কার্যালয় এবং প্রয়োজন অনুসারে সরকারের অনুমতি সাপেক্ষে দেশের যে কোনো স্থানে শাখা কার্যালয় স্থাপনেরও বিধান থাকছে।

পাশাপাশি করপোরেশনের পরিচালনা ও প্রশাসন, পরিচালনা পর্ষদ, চেয়ারম্যান ও পরিচালক নিযুক্তি এবং তাদের কার্যাবলী, পরিচালনা পর্ষদের সভা, করপোরেশনের কার্যাবলী, নতুন কোম্পানি গঠন, সংরক্ষিত তহবিল, হিসাব পরিচালন, বিনিয়োগ, শেয়ার বিক্রয়, বাজেট, জনবল কাঠামো, বার্ষিক প্রতিবেদনসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধান রয়েছে বিলে।

রোববার জাতীয় সংসদে বিলটির ওপর জাতীয় পার্টির এমপি ফখরুল ইমাম, নুরুল ইসলাম ওমর, বেগম রওশন আরা মান্নান, সেলিম উদ্দিন ও স্বতন্ত্র সদস্য আব্দুল মতিন জনমত যাচাই এবং বিলটি বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনীর প্রস্তাব আনেন। কণ্ঠভোটে ৪টি সংশোধনী গ্রহণ এবং বাকীগুলো নাকচ হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন

জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে ‍সুবিধা পাওয়া যাবে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন

ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • শাকিব: আমার ক্যারিয়ারের সব বিগ হিট সিনেমা ঈদ ছাড়াই এসেছে
  • এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সংস্কার শেষে ৬৫.৯%
  • ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষ
  • ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু
  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পরামর্শ কমিশনের
  • দেশের সংকটে যে সমাধান দেখছেন তারেক রহমান
  • যে কারণে প্রতিমন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলেন বাণিজ্য উপদেষ্টা
  • ‘হেফাজতের আপত্তির মুখে’ নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ
  • স্বর্ণের দামে ফের বড় লাফ, এগোচ্ছে নতুন রেকর্ডের দিকে
  • টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
  • রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা