সাত দিনের মধ্যে দোকানমুক্ত ফুটপাত
সাত দিনের মধ্যে ফুটপাতের দোকান সরানোর নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আনিসুল হক। দোকান মালিক ও ব্যবসায়ীদের এ নির্দেশনা দিয়ে তিনি বলেছেন, এই সময়ের মধ্যে নির্দেশ না মানলে আইনি পদক্ষেপ নেয়া হবে।
বৃহস্পতিবার বিকেলে গুলশান ক্লাবের ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন মেয়র।
মেয়র বলেন, ১০ মার্চের পর থেকে সিটি করপোরেশনের টহল টিম শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দেড় লাখের মতো দোকান রয়েছে। অনেক দোকানমালিক তাদের মালামাল ফুটপাতে অথবা দোকানের সামনের রাস্তায় রাখেন। ফুটপাতের এক ইঞ্চি জায়গাও দখল করার অধিকার কারোর নেই।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনাদের লোকসান গুণতে হবে। সুতরাং আইনি পদক্ষেপ নেয়ার আগে ফুটপাত খালি করে দেন।
এসময় মেয়র দোকান মালিকদের তাদের শক্ত আবর্জনাগুলো একটি নির্দিষ্ট ফেলার আহ্বান জানান।
বৃহস্পতিবারের মতবিনিময় সভায় মেয়র সিটি করপোরেশনের বাসিন্দাদের সমস্যা দূরীকরণে ব্যবসায়ীদের করণীয় বিষয়ে আলোচনা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
উপদেষ্টা মাহফুজ: সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করুন
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন,“গণ-অভ্যুত্থান ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থেবিস্তারিত পড়ুন
বড় ব্যবধানে অ্যান্টিগা টেস্টে হারলো বাংলাদেশ
চতুর্থ দিনেই অ্যান্টিগা টেস্টের ফল কোন দিকে গড়াচ্ছে, তা নির্ধারণবিস্তারিত পড়ুন
কিশোরগঞ্জে মা-বাবা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন