বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাত রাষ্ট্রদূতকে দেশে ফেরত আসার নির্দেশ

চুক্তিভিত্তিক সাত রাষ্ট্রদূতকে দেশে ফেরত আসার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১৪ আগস্ট) এক আদেশে যুক্তরাষ্ট্র, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, জাপান, জার্মানি, সৌদি আরব ও মালদ্বীপে পদায়নকৃত রাষ্ট্রদূতদের অবিলম্বে দেশে ফেরত আসতে বলা হয়েছে। বাংলা ট্রিবিউনের খবরে এমনটা বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে সব ধরনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার। ওই সিদ্ধান্তের আলোকে রাষ্ট্রদূতদের ফেরত আসতে বলা হয়েছে।”

কবে নাগাদ তারা ফেরত আসতে পারেন জানতে চাইলে তিনি বলেন, “যেকোনও রাষ্ট্রদূত হঠাৎ করে তার কর্মস্থল ত্যাগ করতে পারেন না। এর জন্য কিছু প্রটোকল আছে। রাষ্ট্রদূতরা ওইসব দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে শেষ সৌজন্য সাক্ষাৎ করবে এবং সবাইকে বিদায় জানাবে। এই সময়টুকু তাদের দিতে হবে।”

চুক্তিভিত্তিক রাষ্ট্রদূতদের মধ্যে কয়েকজন পেশাদার কূটনীতিক রয়েছেন। এছাড়া রয়েছেন সাবেক আমলা। তাদের মধ্যে একজন নৌবাহিনীর সদস্যও আছেন।

যুক্তরাষ্ট্র থেকে পেশাদার কূটনীতিক মোহাম্মাদ ইমরানকে দেশে ডেকে পাঠানো হয়েছে। তিনি ২০২০ থেকে চুক্তিভিত্তিক নিয়োগে রয়েছেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে তিনি দায়িত্ব নেন ২০২২ সালের সেপ্টেম্বরে। এর আগে তিনি ভারতে চুক্তিভিত্তিক রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।

সংযুক্ত আরব আমিরাত থেকে পেশাদার কূটনীতিক মো. আবু জাফরকে ফেরত আনা হচ্ছে। তিনি মার্চ ২০২২ থেকে চুক্তিভিত্তিক কাজ করছেন।

জার্মানি থেকে সাবেক আমলা মো. মোশাররফ হোসেন ভূইয়াকে দেশে ফেরত আনা হচ্ছে। তিনি সেপ্টেম্বর ২০২০ থেকে চুক্তিভিত্তিক পদে আছেন।

জাপান থেকে সাবেক আমলা শাহাবুদ্দিন আহমেদকে ডেকে পাঠানো হয়েছে। তিনি জানুয়ারি ২০২০ থেকে জাপানে চুক্তিভিত্তিক রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন।

সৌদি আরব থেকে সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মাদ জাবেদ পাটোয়ারীকে ডেকে পাঠানো হয়েছে। তিনি আগস্ট ২০২০ থেকে চুক্তিভিত্তিক হিসাবে কাজ করছেন।

রাশিয়া থেকে কামরুল আহসানকে ফেরত আনা হচ্ছে। তিনি জানুয়ারি ২০২১ থেকে চুক্তিভিত্তিক হিসেবে কাজ করছেন।

মালদ্বীপ থেকে রিয়ার এডমিরাল আবুল কালাম আজাদকে ডেকে পাঠানো হয়েছে। ঢাকায় আসার পরে তিনি আবার নৌবাহিনীতে ফেরত যাবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা