সাদুল্যাপুরে হাতির শুরে অতিষ্ঠ জনসাধারণ
তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের দুবলা আঁছরি বিলে অবস্থিত ও সুদুর সিলেট থেকে আগত এলিভেন স্টার সার্কাস এর হাতি দিয়ে চলছে নিরব চাঁদাবাজী। এর ফলে উপজেলার সাধারণ মানুষ ও দুরের পথচারীরা অতিষ্ঠ হয়ে উঠেছে।
জনসাধারণের অভিযোগ, মাউথ দুলাল সরকারের ইশারা-ইঙ্গিতে হাতি দিয়ে পথরোধ করেন। হাতির শুর পেঁচিয়ে চাঁদা দাবি করেন। ফলে হাতির ভয়ে রাস্তায় যানবাহনের চালক-যাত্রী, পথচারী ও ব্যবসায়ী মহল চাঁদা দিতে বাধ্য হয়।
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে দোকানিরা হাতিকে ১০ থেকে ২০ টাকা চাঁদা দিতে বাধ্য হচ্ছে বলে নানা অভিযোগ উঠেছে। শুধু চাঁদাই নয়, পথচারীরা তার গর্জনে ভয়ে আতঙ্কিত হয়ে পড়তে দেখা গেছে। এছাড়াও পার্শ্ববর্তী এলাকার কলার গাছগুলো হাতির খাবার হিসেবে সাবার করে ফেলা হয়েছে।
হাতির পরিচালক/মাউথ দুলাল সরকার জানান, হাতির খাবার সংগ্রহের জন্য মানুষের কাছ থেকে কিছু অর্থ আদায় করে থাকি। এছাড়া ওই এলাকার কলারগাছগুলো হাতির খাদ্য হিসেবে নিচ্ছি।
তিনি আরও জানান, এভাবেই আমরা হাতি ও আমাদের খাওয়া খরচ চালাই। যে হাট-বাজার এলাকায় হাতি যায় সেখানেই মানুষের সমাগম ঘটে এবং বিনা পয়সায় তাদের বিনোদন ও হাতি দেখার সুযোগ করে দিতেই তিনি এ ব্যবস্থা গ্রহণ করেছেন। এখানে চাঁদাবাজীর কিছুই নেই বলে তিনি মতামত ব্যক্ত করেন।
সাদুল্যাপুরের রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল করিম দুলা বলেন, হাতি দিয়ে চাঁদাবাজীর বিষয়ে আমার জানা নেই। তবে সার্কাস কর্তৃপক্ষের সাথে কথা বলা হবে বলে তিনি জানান ।
এই সংক্রান্ত আরো সংবাদ
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন