সানির ঠোঁটে ধোনির হুইসেল!
আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে লিগ থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে এ দলটিকে। এদিকে চেন্নাই সুপার কিংসের হয়ে অনেকবারই দলের থিম সং ‘হুইসেল পোড়ু’ তে হুইসেল বাজিয়েছেন ধোনি। দল নেই তাই হুইসেলও বন্ধ থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু ধোনির ঠোঁটে না বাজলেও এবার সেই হুইসেল বাজাবেন সানি লিওন।
জানা গেছে, ধোনির চেন্নাই সুপার কিংসের থিম সংটি ব্যবহার করবেন সানি লিওন। একতা কাপুরের বক্স ক্রিকেট লিগে দল নিয়েছেন সানি লিওন। তার দলের নাম চেন্নাই সোয়েগার। যেহেতু নামের সঙ্গে চেন্নাই আছে তাই দলের প্রচারণার জন্য ‘হুইসেল পোড়ু’ ব্যবহার করবেন সানি।
এ সম্পর্কে সানি লিওন বলেন, ‘হুইসেল সব সময়ই আমাদের দলের সঙ্গে সম্পৃক্ত একটি বিষয়। এবার দল যতবার চার এবং ছক্কা মারবে এবং উইকেট নিবে ততবারই হুইসেল বাজানো হবে।’
এ সম্পর্কে সানির ঘনিষ্ঠ একজন বলেন, ‘হুইসেল পোড়ু ট্র্যাডিশনটি সানির চেন্নাই সোয়েগারের মাধ্যমে চলতে থাকবে। খেলা দেখতে আসা দর্শকদের মধ্যে বাঁশি বিতরণ করবেন সানি। এছাড়া মাঝে মধ্যে তিনিও বাঁশি বাজাবেন।’
সূত্রটি আরো বলেন, ‘হুইসেল চেন্নাই সুপার কিংসের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। যেহেতু সানির দলের নাম চেন্নাই সোয়েগার তাই তিনি চান এই ঐতিহ্যটি ধরে রাখতে। চেন্নাই সুপার কিংসের দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছে। এ সময় তারা তাদের অ্যানথেম ব্যবহার করতে পারবে না কিন্তু হুইসেল চলতেই থাকবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন