সাপাহারে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধুর আত্মহত্যা
নওগাঁর সাপাহারে শয়ন ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে হোসনে আরা (২৫) নামের এক গৃহবধু। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকালে উপজেলা সদরের তাজপুর পূর্ব পাড়া গ্রামের ব্র্যাক অফিসের সামনে।
জানা গেছে, প্রতিদিনের মতো গৃহবধু হোসনে আরা তার স্বামীকে একটি বেকারীর দোকানের রুটি বিস্কুট বিক্রির জন্য চার্জার ভ্যান যোগে রাস্তায় তুলে দিয়ে তার একমাত্র কন্যা সন্তান রাজিয়া খাতুন (৫) কে গ্রামের ব্র্যাক প্রাক প্রাথমিক বিদ্যালয়ে রেখে বাড়ীতে ফিরে আসে। এরপর সে সকলের অজান্তে একা বাড়ীতে শয়ন ঘরের দরজা লাগিয়ে ঘরের তিরের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগায়।
সকাল সাড়ে ১০টার দিকে স্কুল ছুটির পর তার মেয়ে রাজিয়া বাড়ী ফিরে দরজা বন্ধ দেখে মা মা করে চিৎকার করতে থাকে। শিশুর আত্মচিৎকারে আশে পাশের লোকজন ছুটে গিয়ে দরজা ভেঙ্গে গলায় ফাঁস লাগা অবস্থায় গৃহবধুকে দেখতে পায়। পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় ফাঁস লাগা অবস্থায় গৃহবধু হোসনে আরার লাশ নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করেন।
দরজা ভাঙ্গার সময় স্থানীয় লোকজন খাটের উপর সাদা কাগজে গৃহ বধুর হাতের লেখা একটি চিরকুট দেখতে পায়। তাতে তার স্বামীকে উদ্দেশ্য করে লেখা ছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার স্বামী আমার কাছে একজন ফেরেস্তার মত। পারলে ওগো তুমি আমায় ক্ষমা করে দিও। আর আমার বাবা মাকে তুমি ঠিক আগের মত দেখবে তাহলেই আমি শান্তি পাব। আমার নয়ন মনিকে বুকে ধরে রেখ, শেষ চাওয়া ইতি তোমার স্ত্রী। এ বিষয়ে প্রাথমিক পর্যায়ে সাপাহার থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নওগাঁয় পুলিশের গুলিতে দুইজন নিহত
নওগাঁর মান্দায় পুলিশের গুলিতে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।বিস্তারিত পড়ুন
এ দুর্ভোগের শেষ কোথায় ?
নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) থেকে: এ দুর্ভোগের শেষ কোথায়, আরবিস্তারিত পড়ুন
আত্রাইয়ে ৩ গ্রামের মানুষের নদী পারাপারে নৌকায় একমাত্র ভরসা
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) থেকেঃ নওগাঁর আত্রাইয়ে একটি ব্রিজেরবিস্তারিত পড়ুন