সাপাহারে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের দাফন
প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটায় উপজেলার গোডাউনপাড়া খেলার মাঠে নওগাঁ জেলা শহর হতে আগত এক দল চৌকস পুলিশ তাঁকে গার্ডঅবঅনার প্রদর্শন করে জানাজা নামাজ শেষে মহুমের লাশ তার পারিবারিক কবর স্থানে সমাহিত করা হয়।
বৃহস্পতিবার বিকেল ৩টা ২০মিনিটে নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে…….রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২বছর। মৃত্যুর পর তিনি স্ত্রী, ৪পুত্র ১কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আব্দুল জব্বার ততকালীন পাকিস্তানী সেনাবাহিনীতে চাকুরী করা অবস্থায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহন করে ছিলেন বলে তাঁর পারিবারিক সুত্রে জানা গেছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. ফাহাদ ফারভেজ বসুনিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী (আরব) প্রমুখ। উক্ত জানাযায় উপজেলা অসংখ্য মুক্তিযোদ্ধা সহ প্রায় দুই হাজার মানুষ জানাযার নামাজে অংশগ্রহন করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নওগাঁয় পুলিশের গুলিতে দুইজন নিহত
নওগাঁর মান্দায় পুলিশের গুলিতে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।বিস্তারিত পড়ুন
এ দুর্ভোগের শেষ কোথায় ?
নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) থেকে: এ দুর্ভোগের শেষ কোথায়, আরবিস্তারিত পড়ুন
আত্রাইয়ে ৩ গ্রামের মানুষের নদী পারাপারে নৌকায় একমাত্র ভরসা
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) থেকেঃ নওগাঁর আত্রাইয়ে একটি ব্রিজেরবিস্তারিত পড়ুন