সাপাহারে ৮০ বছর বয়সেও কপালে জোটেনি বয়স্ক ভাতার কার্ড, উপায় না পেয়ে ভিক্ষা করছে লুচিয়া

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাাঁর সাপাহারে ৮০ বছর বয়সেও কপালে জোটেনি এক বৃদ্ধার বয়স্ক ভাতার কার্ড। শুক্রবার দুপুর ১২টায় ভিক্ষারত অবস্থায় এই প্রতিবেদকের চোখে পড়ে ঐ বৃদ্ধা মহিলার।
জানা গেছে,উপজেলার নূরপুর গুচ্ছপাড়া গ্রামের মৃত গাবরিয়েল হেমরমের স্ত্রী লুচিয়া হেমরম (৮০) বয়সের ভারে হেলে পরলেও পেটের দায়ে নূরপুর গুচ্ছপাড়া থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে সাপাহার বাজারে আসতে হয় ভিক্ষা করতে।
ভ্যানের ভারা থাকলে ভ্যান যোগে আর না থাকলে পায়ে হেটেই আসতে হয় সাপাহারে। বর্তমানে বৃদ্ধা মহিলাটি নি:সন্তান, তবে মৃত স্বামীর প্রথম স্ত্রীর একটি মেয়ে আছে তার বিয়ে হয় ধামইরহাটে।
স্বামীর অভাবী সংসার নিয়ে ব্যস্ত থাকা মেয়েটি সৎ মায়ের তেমন কোন খোঁজ খবর রাখতে পারেন না। বর্তমানে বৃদ্ধা মহিলাটি একাকি একটি কুঁড়ে ঘরে মানবেতর জীবন যাপন করছে।
এব্যারে ঐ ইউনিয়নের ইউপি সদস্য মো: মোকলেছুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করে কথা না হলে, সদর ইউপি চেয়ারম্যান মো: আকবর আলীর সাথে কথা হলে তিনি ঐ বৃদ্ধার বয়স্ক ভাতার কার্ডটি করে দেওয়ার প্রতিশ্রতি দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

নওগাঁয় পুলিশের গুলিতে দুইজন নিহত
নওগাঁর মান্দায় পুলিশের গুলিতে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।বিস্তারিত পড়ুন

এ দুর্ভোগের শেষ কোথায় ?
নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) থেকে: এ দুর্ভোগের শেষ কোথায়, আরবিস্তারিত পড়ুন

আত্রাইয়ে ৩ গ্রামের মানুষের নদী পারাপারে নৌকায় একমাত্র ভরসা
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) থেকেঃ নওগাঁর আত্রাইয়ে একটি ব্রিজেরবিস্তারিত পড়ুন