সাপের দংশনে ব্যবসায়ীর মৃত্যু

সাপের দংশনে অসুস্থ হয়ে দুলাল হোসেন (৪০) নামের এক মোবাইল ফোন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) তাঁর মৃত্যু হয়।
রামেক সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর বুধবার রাতে ঘুমন্ত অবস্থায় সাপের দংশনের শিকার হন দুলাল হোসেন। ওই দিনই তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
দুলাল হোসেনের ভাই সাইফুল জানান, বুধবার রাতে বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাপে কাটে দুলাল হোসেনকে। প্রথমে তাঁকে বাঘা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে ভর্তির পর থেকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ছিলেন দুলাল। সেখানেই রোববার দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান মনির জানান, নিহতের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

সংঘর্ষের ঘটনায় রাবি কর্তৃপক্ষের মামলা, গ্রেপ্তার ১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছেবিস্তারিত পড়ুন

স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০
বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গেবিস্তারিত পড়ুন