শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাবলিল জয় পেয়েছে সাকিব বাহিনী

সাকিবের রংপুর কোন সুযোগই দেয়নি তামিমের চিটাগাং ভাইকিংসকে। মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে বরং দাপুটে এক জয়ই তুলে নিয়েছে রংপুর রাইডার্স। চিটাগাংকে উড়িয়ে ৯ উইকেটের সাবলিল জয় পেয়েছে সাকিব বাহিনী।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১১১ রান সংগ্রহ করে তারা। জবাবে রংপুর রাইডার্স ১৮ বল হাতে রেখে এক উইকেট হারিয়ে পৌঁছে যায় জয়ের লক্ষ্যে।

সাবলিল এই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে রংপুর রাইডার্স। ছয় ম্যাচে আট পয়েন্ট (চার জয় দুই হার) তাদের। অন্যদিকে হেরেই চলা চিটাগাং ভাইকিংসের চেহারা আরও মলিন। আগে থেকেই পয়েন্ট তালিকায় তলানিতে তারা। ছয় ম্যাচে তামিমদের পয়েন্ট মাত্র মাত্র দুই (পাঁচ হার, এক জয়)।

লক্ষ্য ১১২। শুরুটা দুর্দান্তই করেন রংপুরের দুই ওপেনার সৌম্য ও জহুরুল। হতে পারত এই জুটিতেই ম্যাচ শেষ। তবে তা হয়নি। কিন্তু এই জুটিই গড়ে দিয়ে যায় জয়ের ভিত। ওপেনিং জুটিতে রংপুরের রান আসে ১০২। সাবলিল গতিতে আগানো জহুরুলকে ফেরান শফিউল ইসলাম। ৪৪ বলে ৪৭ রান করেন জহুরুল ইসলাম। দুর্দান্ত এই ইনিংসে ছিল চারটি চার ও একটি ছক্কার মার।

জয়ের জন্য বাকি কাজটুকু করেছেন সৌম্য সরকার ও অধিনায়ক সাকিব আল হাসান। দিলশানকে চার হাকিয়ে জয় নিশ্চিত করেন সৌম্য। ৫৬ বলে ৫৮ রানের ঝলমলে ইনিংস খেলেন সৌম্য। এই ইনিংসে ছিল আটটি চার ও একটি ছক্কা। দুই বলে এক রানে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে পরিচিত উইকেট আর নিজ সমর্থকদের সমর্থনেও বড় স্কোর গড়তে পারেনি চিটাগং। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১১ রান সংগ্রহ করে চিটাগং ভাইকিংস।

ব্যাট হাতে একমাত্র অধিনায়ক তামিম ইকবাল ছাড়া কেউ জ্বলে উঠতে পারেনি। ৪৩ বলে দলীয় সর্বোচ্চ ৩৬ রান করেন তামিম। শুরুতে তিলকরত্নে দিলশান-কামরান আকমলকে হারিয়ে বিপদে পড়ে চিটাগং ভাইকিংস। উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গে ৩৯ রানের পার্টনারশিপ গড়ার পর স্পিনার আরাফাত সানির বলে জহুরুল ইসলাম অমির হাতে ধরা পড়ে বিদায় নেন দিলশান। এরপর কামরান আকমল শুরুতেই ঝড় তোলার আভাস দিলেও মাত্র ১২ রানে আরাফাত সানির দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি।

এনামুল হক বিজয়ও পারেননি স্বভাবসুলভ ঢঙে এগিয়ে যেতে। ১১ বলে ১৪ রান করে সাকলাইন সজীবের শিকার তিনি। দলীয় ৮৩ রানের মাথায় বিদায় নেন তামিম। এরপরই বলা চলে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে চিটাগাং ভাইকিংসের ব্যাটিং দেয়াল। শেষ পর্যন্ত অলআউট না হলেও মাত্র ১১১ রানে গিয়ে থামে চিটাগাংয়ের ইনিংস।

বল হাতে রংপুরের হয়ে বেশ দারুণ ভূমিকা রেখেছেন নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা অধিনায়ক সাকিব আল হাসান। ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ১৬। এক মেডেনসহ নিয়েছেন দুটি উইকেট। এছাড়া আরাফাত সানি দুটি, মোহাম্মদ নবী, পেরেইরা, সাকলাইন সজীব একটি করে উইকেট লাভ করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির