সাবাশ তুমি বীর সিপাহি সাবাশ সেলিম ওসমান (ভিডিও সহ)
গত ১৩ মে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি এবং শিক্ষার্থীকে মারধর করার অভিযোগে নারায়ণগঞ্জের কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দির পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে গণপিটুনি দেয়ার পর কান ধরে উঠবস করানো হয়।
এ ঘটনায় দেশব্যাপী নিন্দার ঝড় উঠলেও সংসদ সদস্য সেলিম ওসমানের ভূমিকার প্রশংসা করে ‘ইসলামি গান’ তৈরি করেছে ‘আল মদীনা শিল্পীগোষ্ঠী’। শুক্রবার আল মদীনা শিল্পীগোষ্ঠীর ফেসবুক পেজে গানটি আপলোড করা হয়। ওই গানে সেলিম ওসমানকে হজরত ওমর (রা.)-এর উত্তরসূরী দাবি করা হয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, শিক্ষক শ্যামল কান্তি ভক্তের লাঞ্ছনার প্রতিবাদকারীদের তিরস্কার করা হয়েছে। প্রতিবাদকারীদের আখ্যায়িত করা হয়েছে ‘হনুমান’ হিসেবে। গানটির মাঝখানে শিল্পীকে ‘হা হা হা’ করে হাসতে শোনা যায়। শিল্পী আসহাব উদ্দিন আল আজাদের কথা ও সুরে ‘সাবাশ সেলিম ওসমান’ নামে ওই ভিডিও গানটি সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়েছে। প্রায় ২৮ হাজার শ্রোতা ইতোমধ্যে গানটি শুনেছেন। ভিডিওটি ইউটিউবে আপলোড করার পর অনলাইনে ভাইরাল হয়ে যায়।
গানের লিরিক্স:
সাবাশ তুমি বীর সিপাহি
সাবাশ সেলিম ওসমান
হজরত ওমরের উত্তরসূরী
গর্বিত মায়ের সন্তান।
আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে
জনগণ তাকে যখন ধরেছে
তুমি হঠাৎ এসে আবার
শাস্তিস্বরূপ তারে ধরালে কান।
সাবাশ তুমি বীর সিপাহি
সাবাশ সেলিম ওসমান!
শ্যামলের অনেক ভক্ত যারা
দাঁড়িয়ে দাঁড়িয়ে কানটা ধরেছে
কীসের প্রতিবাদ করে তারা
কীসের আগুনে দীপ জ্বলেছে
হা হা হা
শ্যামলের ভক্ত এত বীরত্ব
সাথে যারা আছে তারা গণ হনুমান
সাবাশ তুমি বীর সিপাহী
সাবাশ সেলিম ওসমান!
এই সংক্রান্ত আরো সংবাদ
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন
নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন
আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন