সাভারের বাংলো থেকে ১৮ নারী-পুরুষ আটক

অসামাজিক কার্যকালাপে লিপ্ত থাকার অভিযোগে সাভারের একটি বাংলো বাড়িতে অভিযান চালিয়ে ১৮ জন নারী পুরুষকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে সাভারের তুরাগে মধুমতি মডেল টাউনের রাজমহল রিসোর্স সেন্টার থেকে তাদের আটক করে সাভার মডেল থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, ১৮ জন নারী-পুরুষের পাশাপাশি রাজমহল রিসোর্স সেন্টারের মালিক আকতার হোসেনকেও আটক করা হয়। এছাড়া ১৮টি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
রাজমহল রিসোর্স সেন্টারের কেয়ার টেকার নিজাম উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে বাংলোটি ভাড়া নিয়ে ঢাকার মুগদা এলাকার আনোয়ার নামের এক ব্যক্তি ডিজে পার্টির আয়োজন করে। এসময় নৃত্য শিল্পীরা নগ্ন নৃত্য পরিবেশন করেন। পরে ভোররাতে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে মালিক আকতার সহ ১৮ জনকে আটক করে। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডিজে পার্টি থেকে কয়েকজন যুবক পালিয়ে যায় বলেও জানান তিনি।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, অসামাজিক কার্যকালাপে লিপ্ত থাকার অভিযোগে ওই রিসোর্স সেন্টারের মালিক সহ ১৮ জনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। আজ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন