সাভারে ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
সাভারে ড্রেন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে সাভার পৌর এলাকার নামা গেন্ডা মহল্লার চাঁন মিয়া নামের এক ব্যক্তির ইট ভাটার পাশে নগ্ন অবস্থায় ড্রেন থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে নামা গেন্ডার ওই ইট ভাটার পাশে নরদোমার মধ্যে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখনো নিহতের পরিচয় পাওয়া না গেলেও তার বয়স আনুমানিক ৩৩ বলে ধারণা করা হচ্ছে। ওই ব্যক্তিকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যার পর তার মরদেহ নরদোমার মধ্যে ফেলে দেওয়া হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, কে বা কারা ওই ব্যক্তিকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন