সাভারে পৃথক ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার
সাভারে পৃথক ঘটনায় নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিরুলিয়া ও ভাকুর্তা গ্রাম থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকার মুনছুর আলী ও রবিউল আলমের রিকশার গ্যারেজের নিরাপত্তাকর্মী হেলাল উদ্দিনকে (৬০) বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে ইজিবাইক চুরি করেছে দুর্বৃত্তরা। সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, সকালে কয়েকজন যুবক ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে যায়। পরে সকালে তিনি মারা যান। দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে, সকালে বিরুলিয়া গ্রামের একটি বাড়ি থেকে শিরিনা নামে (১৮) এক তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ছাড়াও রাতের কোনো একসময় ভাকুর্তার শ্যাসমাসী এলাকায় অজ্ঞাতপরিচয় (২৪) এক যুবককে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে সাভার থানা পুলিশ চারজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে, একসঙ্গে চারজনের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান জানান, কীভাবে ওই চারজনের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত চারজনের মধ্যে একজনের নাম জানা গেছে। বাকিদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় চারটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন