সারাদেশের ইউনিয়ন পরিষদে পাওয়া যাবে মোবাইল ব্যাংকিং সেবা

অনলাইনে টাকা লেনদেনের সেবা গ্রামীণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে ২০১৮ সাল নাগাদ দেশজুড়ে মোবাইল লেনদেন ব্যবস্থা চালু করছে সরকার। সারাদেশের প্রায় ৪ হাজার ৫শ’টি কম্পিউটার কেন্দ্রে এই সেবা পাওয়া যাবে।
দেশের ইউনিয়নগুলোতে সরকারের গড়া ডিজিটাল সেন্টারে ‘ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ল্যাব’ নামে এই সেবা চালু করবে প্রধানমন্ত্রীর কার্যালয়ভিত্তিক অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই)।
বাংলাদেশ ব্যাংকের প্রত্যক্ষ সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে এটুআই’র প্রকল্প ব্যবস্থাপক অনির চৌধুরীর বরাত দিয়ে গভর্নমেন্টইনসাইডার ডট এশিয়া এই খবর প্রকাশ করেছে।
খবরে প্রকাশিত অনির চৌধুরীর ভাষ্যমতে, এই নতুন ব্যবস্থায় বাংলাদেশের পরিচিত মোবাইল লেনদেনসেবা ’বিকাশ’ এর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। তাই ভোক্তারা এসএমএস বা ক্ষুদে বার্তায় টাকা পরিশোধের মাধ্যমে পণ্য ও সেবা কিনতে পারবেন।
তিনি আরো জানান, গ্রামীণ জনগোষ্ঠীকে ডিজিটাল তথ্য সেবা প্রদানকারী ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো গ্রামের মানুষের দোরগোড়ায় তথ্যসেবা পৌঁছানোর মাধ্যম হিসেবে গণ্য হচ্ছে। এখন ১২শ’ কেন্দ্র থেকে আর্থিক সেবাও পাচ্ছে তৃণমূল মানুষ। বেসরকারি মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে এই সেবা চালু হয়েছে।
বিশ্বব্যাংকের ব্লগ পোস্টে অনির চৌধুরী লিখেছিলেন, বাংলাদেশের প্রান্তিক মানুষ বিশেষ করে গ্রামীণ কৃষকেরা এই ধরণের মোবাইল ব্যাংকিং ব্যবস্থা থেকে বঞ্চিত হয়। কিন্তু তাদের জন্য এই মাধ্যমটি সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করতে পারে।
এর আগে শাখাভিত্তিক ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে নগদ লেনদেনের ক্ষেত্রে গ্রামীণ লোকদের উচ্চ মাত্রায় পরিষেবা খরচ দিতে হতো। আর এ কারণে অনেক সময় তারা বাধ্য হয়ে ব্যাংকিং লেনদেন চালিয়ে যান, না হলে এতে আগ্রহ হারিয়ে ফেলেন বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন

সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন

১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন